পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ICC World Cup 2023 : অস্ট্রেলিয়ার বিরদ্ধে দুর্ধর্ষ জয় ভারতের, বিরাট-রাহুল জুটিকে শুভেচ্ছা অনুষ্কা-আথিয়ার - আইসিসি ওয়ার্ল্ড কাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত ৷ বিরাট কোহলি ও কেএল রাহুলের পার্টনারশিপ মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের ৷ তাঁদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা ও আথিয়া শেট্টি ৷

Etv Bharat
বিরাট-রাহুল জুটিকে শুভেচ্ছা অনুষ্কা-আথিয়ার

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 1:27 PM IST

Updated : Oct 9, 2023, 2:17 PM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: রবিবার বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম ওভারেই ভারতের তিন উইকেট পড়ে যায় ৷ তখন থেকে চিন্তার ভাঁজ পড়েছিল ক্রিকেটপ্রেমীদের কপালে ৷ তবে কেএল রাহুল-বিরট কোহলি জুটি ঠান্ডা মাথায় কীভাবে ম্যাচ বের করতে হয় তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন ৷ চিপক স্টেডিয়ামে এই জুটির অনবদ্য ব্যাটিং মুগ্ধ করেছে সকলকেই ৷ শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ স্বামীদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখে শুভেচ্ছা জানালেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ও রাহুল পত্নী আথিয়া শেট্টি ৷

সোশাল মিডিয়ায় শুভেচ্ছা

ইন্সটাগ্রাম স্টোরিতে রাহুল-বিরাটের পার্টনারশিপের প্রশংসা করেছেন অভিনেত্রী অনুষ্কা ৷ এই জুটি 165 রান তোলে ৷ তাঁদের অসাধারণ পার্টনারশিপ জয় এনে দেয় ভারতকে ৷ ইন্সটা স্টোরিতে অনুষ্কা তাঁদের ছবি শেয়ার করে এক নীল রঙের হার্ট ইমোজি ব্যবহার করেন ৷ অন্যদিকে, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে কেএল রাহুলের অনবদ্য ইনিংস দেখে প্রশংসা করেছেন স্ত্রী আথিয়াও ৷ অভিনেত্রী খেলার একটি ভিডিয়ো ইন্সটা স্টোরিতে শেয়ার করেন ৷ লেখেন, "বেস্ট গাই এভার ৷" আথিয়া এই প্রশংসায় ছবিতে ব্যবহার করেন লাল রঙের হার্ট ইমোজি ৷ পাশাপাশি, তিনি একটি ছবিও শেয়ার করেন বিরাট-রাহুলের পার্টনারশিপের প্রশংসা করে ৷

আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

রবিবার দুই ব্যাটারের লড়াইয়ে কঠিন ম্যাচ জেতে মেন ইন ব্লু ৷ অজিদের দেওয়া 200 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 2 রানেই আউট হয়ে যান ঈশান কিষাণ, রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার ৷ পরে কোহলি ফিরলেও রাহুল অপরাজিত রইলেন 97 রানে ৷ 8 বলে 11 রান করেন হার্দিক পান্ডিয়া ৷ প্রথম তিন ব্যাটার ব্যর্থ হওয়ার পরেও যেভাবে ম্যাচ বের করে আনল দলের মিডল অর্ডার, তাতে দলের ব্যাটিং লাইন-আপের শক্তির প্রমাণ আরও একবার পাওয়া গেল ৷ অজি বধ করে বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অক্সিজেন পেল মেন ইন ব্লু ৷ ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে 11 অক্টোবর ৷ আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন: দিল্লি থেকে খারদুংলা ! চার সাধারণ নারীর অসাধারণ জার্নি, 'ধক ধক' নিয়ে বিশেষ বার্তা জনের

Last Updated : Oct 9, 2023, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details