হায়দরাবাদ, 9 অক্টোবর: রবিবার বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম ওভারেই ভারতের তিন উইকেট পড়ে যায় ৷ তখন থেকে চিন্তার ভাঁজ পড়েছিল ক্রিকেটপ্রেমীদের কপালে ৷ তবে কেএল রাহুল-বিরট কোহলি জুটি ঠান্ডা মাথায় কীভাবে ম্যাচ বের করতে হয় তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন ৷ চিপক স্টেডিয়ামে এই জুটির অনবদ্য ব্যাটিং মুগ্ধ করেছে সকলকেই ৷ শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ স্বামীদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখে শুভেচ্ছা জানালেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ও রাহুল পত্নী আথিয়া শেট্টি ৷
ইন্সটাগ্রাম স্টোরিতে রাহুল-বিরাটের পার্টনারশিপের প্রশংসা করেছেন অভিনেত্রী অনুষ্কা ৷ এই জুটি 165 রান তোলে ৷ তাঁদের অসাধারণ পার্টনারশিপ জয় এনে দেয় ভারতকে ৷ ইন্সটা স্টোরিতে অনুষ্কা তাঁদের ছবি শেয়ার করে এক নীল রঙের হার্ট ইমোজি ব্যবহার করেন ৷ অন্যদিকে, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে কেএল রাহুলের অনবদ্য ইনিংস দেখে প্রশংসা করেছেন স্ত্রী আথিয়াও ৷ অভিনেত্রী খেলার একটি ভিডিয়ো ইন্সটা স্টোরিতে শেয়ার করেন ৷ লেখেন, "বেস্ট গাই এভার ৷" আথিয়া এই প্রশংসায় ছবিতে ব্যবহার করেন লাল রঙের হার্ট ইমোজি ৷ পাশাপাশি, তিনি একটি ছবিও শেয়ার করেন বিরাট-রাহুলের পার্টনারশিপের প্রশংসা করে ৷