হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: প্রখ্য়াত পরিচালক অনুরাগ কাশ্য়প আজ নিজের 50তম জন্মদিন উদযাপন করছেন(Anurag Kashyap turned 50) ৷ এই পরিচালককে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানাচ্ছেন বলিউ়ড নেট দুনিয়ার অগনিত অনুরাগীরা ৷ এই বিশেষ দিনে একটি সুন্দর ইনস্টা স্টোরির মাধ্যমে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কন্যা আলিয়াও (Anurag Kashyap celebrates his 50th birthday )৷
আলিয়া এই মুহূর্তে থাকেন আমেরিকায় ৷ শনিবার তাঁর ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করেছেন বেশকিছু থ্রোব্যাক ছবি (Anurag Kashyap daughter Aaliyah )৷ এই পুরোনো ছবিগুলিতে স্বাভাবিকভাবেই একই ফ্রেমে দেখা গিয়েছে বাবা ও মেয়েকে ৷ একইসঙ্গে আলিয়া লিখেছেন, "শুভ জন্মদিন 'দ্য কুলেস্ট ড্য়াড'৷ বিগ 50 (Anurag Kashyap 50 th birthday)৷" নেটিজেনদেরও রীতিমতো নজর কেড়েছে তাঁর এই পোস্টটি ৷ আলিয়াও বাবার মতই ক্য়ামেরা এবং অভিনয় জগতের প্রতি আগ্রহী ৷ তাঁর নিজের একটি লাইফস্টাইল এবং ফ্যাশন সংক্রান্ত ইউটিউব চ্য়ানেল রয়েছে ৷ সেখানে আপাতত 1 লক্ষ 19 হাজার সাবস্ক্রাইবারও রয়েছে তাঁর (Aaliyah on Anurag Kashyap 50th birthday) ৷
আরও পড়ুন:পুজোতে অন্য দুর্গাদের গল্প বলবে দিতিপ্রিয়া সন্দীপ্তার 'বোধন'