হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: বলিউডে সামনাধিকার প্রশ্নে ফের সোচ্চার হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক ৷ গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত পরিচালককে নানা চলচ্চিত্র উৎসবে দেখা যায় ৷ তবে অনেকেরই অভিযোগ তিনি নিজে এখনও পর্যন্ত আন্তর্জাতিক স্তরের কোনও ছবি তৈরি করেননি ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন, যে ছবি এখনও পর্যন্ত তিনি পরিচালনা করেছেন তা এখনও বিশ্ব চলচ্চিত্র মঞ্চে পৌঁছতে পারে ৷ কিন্তু এই ইন্ডাষ্ট্রিতে ছবির সাফল্য নির্ভর করে প্রোমোশনের উপরে ৷ আর তা নিয়ন্ত্রিতও হয় ৷ অনুরাগের মতোই অভিনেত্রী কঙ্গনা রানাউতও বলিউডে সমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । যেখানে কাশ্যপের মতোই তাঁকে বিস্ফোরক হতে দেখা যায় ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'বোম্বে ভেলভেট'-এর পরিচালক জানান, বলিউডে ছবির জগতে সাফল্য নিয়ন্ত্রিত হয় ট্রেড, বক্সঅফিস ও স্টার সিস্টেমের মাধ্যমে ৷ পার্থক্য বোঝাতে তিনি টেনে আনেন তামিল ও মালায়লম ইন্ডাষ্ট্রির প্রসঙ্গও ৷ তিনি জানিয়েছেন, দক্ষিণেও স্টার সিস্টেম কাজ করে ৷ কিন্তু সেই ইন্ডাষ্ট্রি বড় হিরো বা অভিনেতা ছাড়াও একাধিক হিট ছবি উপহার দেওয়ার ক্ষমতা রাখে ৷
তিনি বলেন, "দক্ষিণী ছবির জগতে প্রত্যেকের মধ্যে একটা সমতা কাজ করে ৷ সেখানে একটি ছবি মুক্তির আগে এমন কিছু প্রোমোশন করা হয় না ৷" তিনি আরও বলেন, "তামিলনাড়ুতে প্রত্যেকের টাকার অঙ্কে একটা সমতা থাকে ৷ স্তর অনুযায়ী সেই টাকার অঙ্ক সমান হয় ৷ কিন্তু বলিউডে একটা বড় ব্যানারের ছবি দমিয়ে রাখে ছোট বাজেটের ছবিগুলিকে ৷"