পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anurag on Kangana: 'দারুণ নায়িকা কিন্তু ওঁর সঙ্গে কাজ করা মুশকিল', কঙ্গনাকে নিয়ে সাফ মন্তব্য অনুরাগের - কঙ্গনা রানওয়াতকে নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

এবার কঙ্গনা রানওয়াতকে নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ ৷ তাঁর মতে, কঙ্গনাকে নিয়ে কাজ করা শক্ত ৷ কিন্ত উনি যে একজন দুরন্ত অভিনেত্রী তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ একই দাবি করেন অভিনেতা জিসান আইয়ুবও ৷

Anurag Kashyap
কঙ্গনাকে নিয়ে মুখ খুললেন অনুরাগ

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 5:59 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: সম্প্রতি মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ, জিসান আইয়ুব এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত 'হাড্ডি' ৷ আর এই ছবির প্রচারেই এখন ব্যস্ত অনুরাগ ও জিসান ৷ একটি ইন্টারভিউতে এবার কঙ্গনা রানওয়াতকে নিয়ে মুখ খুললেন তাঁরা ৷ কঙ্গনা সাধারণত সর্বদাই চর্চায় থাকেন তাঁর নানান বিতর্কিত বয়ানের জন্য় ৷ কিন্তু এর আগে অনুভব সিনহার মতো পরিচালকও তাঁকে দুরন্ত অভিনেত্রী বলে উল্লেখ করেছিলেন ৷ আর একইভাবে তাঁকে একজন অসাধারণ অভিনেত্রীর সার্টিফিকেট দিলেন জিসান-অনুরাগ দু'জনেই ৷

জিসান এর আগে কঙ্গনার সঙ্গে 'তন্নু ওয়েডস মন্নু', 'তন্নু ওয়েডস মন্নু রিটার্নস' এবং 'মনিকর্ণিকা'র মতো ছবিতে কাজ করেছেন ৷ সেই অভিজ্ঞতা থেকে তিনি জানান, উনি একজন 'অসামান্য অভিনেত্রী' ৷ তাঁর সঙ্গে এদিন একমত হলেন অনুরাগও ৷ তিনি বলেন, "উনি অন্যতম সেরা অভিনেত্রী ৷ কাজের বিষয়ে উনি ভীষণ মনোযোগী ৷ তবে ওঁর অনেক অন্য় সমস্য়া থাকতে পারে ৷ তবে প্রতিভার ক্ষেত্রে বলতে গেলে কঙ্গনার প্রতিভা কেউ কেড়ে নিতে পারবে না ৷"

অনুরাগ আরও বলেন, "ওঁর মধ্যে যেমন একজন ভালো অভিনেত্রী আছে তেমনই আছে একজন ভালো সমালোচকের গুণাবলীও ৷ তবে কঙ্গনার সঙ্গে কাজ করা খুব কঠিন ৷" এর আগে 2013 সালে 'কুইন' ছবির জন্য় অনুরাগের হাত ধরেছিলেন কঙ্গনা ৷ এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল ফ্যান্টম ফিল্মস ৷ এই প্রযোজনা সংস্থার মালিকদের একজন হলেন অনুরাগও ৷

আরও পড়ুন:'জব উই মেট' ছবির সিক্যুয়াল নিয়ে আসছেন শাহিদ করিনা!

তবে সাম্প্রতিক সময়ে অবশ্য আর কঙ্গনার সঙ্গে কাজ করা হয়নি অনুরাগের ৷ তবে পরিচালক জানিয়েছিলেন, কঙ্গনাকে একটি ছবির অফার দিয়েছিলেন তিনি ৷ ছবির নাম ছিল 'সান্ড কি আঁখ' ৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী ৷ ফলতো ভূমি পেড়নেকর এবং তাপসী পান্নুকে বেছে নেন পরিচালক ৷

ABOUT THE AUTHOR

...view details