মুম্বই, 9 ফেব্রুয়ারি:ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের গল্প এবার উঠে আসবে রূপোলি পর্দায় ৷ নেপথ্য়ে রয়েছেন পরিচালক অনুরাগ বসু ৷ বৃহস্পতিবার তাঁর এই নতুন ছবি 'দ্য ব্ল্যাক টাইগার'-এর খবর ঘোষণা করলেন এই বর্ষীয়ান পরিচালক ( Biopic on Indian spy Ravindra Kaushik)৷ অনুরাগ জানান, রবীন্দ্র কৌশিকের মতো অজ্ঞাত নায়কদের গল্প অবশ্যই মানুষকে জানানো উচিত ৷ আর সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি ৷ 'লাইফ ইন এ মেট্রো', 'গ্যাংস্টার', 'বরফি'-র মতো ছবির পর এবার এই নতুন ভূবনে পা রাখতে চলেছেন ৷
রবীন্দ্র কৌশিকের গল্প সাহসী এক গুপ্তচরের গল্প ৷ মাত্র 20 বছর বয়সে ভারতের গুপ্তচর সংস্থা 'র'-এর আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজের সুযোগ পান তিনি ৷ সত্তর এবং আশির দশকে আন্তর্জাতিক এবং জাতীয় নিরপত্তার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ ভারতীয় গুপ্তচর হিসাবে তিনিই পাক সেনাবাহিনীর সর্বোচ্চ পদে পৌঁছতে সক্ষম হয়েছিলেন ৷ এই কারণে তাঁকে ভারতের সেরা গুপ্তচর হিসেবে বিবেচনা করা হয় ৷ তাঁর এই সাফল্যের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে 'দ্য ব্ল্যাক টাইগার' উপাধিও দেন ৷