পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অরিজিৎ-শ্রেয়ার পর অনুপমের কণ্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি', দর্শকদের আবদার মেনে শিল্পীর উপহার - বাউন্ডুলে ঘুড়ি

Anupam Roy Song: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'দশম অবতার'-এ 'বাউন্ডুলে ঘুড়ি' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় ৷ তবে সেই গান ছিল অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ৷ বড়দিনের আবহে সেই গান সুরকার অনুপম উপহার দিলেন নিজের কণ্ঠে ৷

Etv Bharat
অনুপমের কণ্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি'

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 10:02 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: 'দশম অবতার'-এর 'বাউন্ডুলে ঘুড়ি' জনপ্রিয়তা পায় অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। সামজিক মাধ্যমে রিল বানানো থেকে ফোনের কলার টিউন অথবা রিং টোন সর্বত্র এই গানের জয়জয়কার। বলা ভালো, অনুরাগীদের মতে সিনেমায় গানের ব্যবহার বাড়তি মাত্রা যোগ করেছে। গানটির কথা ও সুর অনুপম রায়ের। সেই গান এবার সিঙ্গল রিলিজ হল সোশাল মিডিয়ায় ৷

অনুপম রায় বলেন, "'বাউন্ডুলে ঘুড়ি' একটি অবিশ্বাস্য সফর ছিল আমার। গানটি গাওয়ার পর আরও ভালো লাগছে। এই পরিবেশনাটির বিশেষ সারমর্ম বহন করে। আত্ম-প্রেম সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। আমি এসভিএফ মিউজিকের মাধ্যমে আমার ভক্তদের সঙ্গে এই অন্তরঙ্গ সঙ্গীতের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে সত্যিই আপ্লুত।"

গানটি মুক্তি পাওয়ার পরেই ছবির বিভিন্ন প্রোমোশনে গিয়ে অনুপম রায়কে গিটার হাতে মঞ্চে গাইতে শোনা যায় "আমি বাউন্ডুলে ঘুড়ি... যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি..."। বলা বাহুল্য, শ্রোতা-দর্শক অমুপমের কণ্ঠে এই গান শুনে মোহিত হয়ে যান। তাঁদের আবদার অনুপমের কণ্ঠে এই গান সিঙ্গল হিসেবে আসুক। আর হলও তাই। এসভিএফ মিউজিক থেকে রবিবার মুক্তি পেয়েছে অনুপম রায়ের কণ্ঠে সেই গান। মিউজিক ভিডিওতে গিটার হাতে গান গাইতে দেখাও গিয়েছে অনুপম রায়কে।

প্রসঙ্গত, 'দশম অবতার' রিলিজের আগে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি অনুপম রায়কে জমিয়ে কিছু প্রেমের গান বানাতে বলেছিলেন। অনুপম রায়ও কথামতো সাজিয়েছিলেন 'বাউন্ডুলে ঘুড়ি'। সিনেপর্দায় তাতেই বাজিমাত। যার রেশ আজও অব্যাহত। অনুপমকেও গাইতে হল সেই গান। আর তা শুধুই আমজনতার কথা মাথায় রেখে এবং তাঁদের দাবি মেনে। এখানেই সাফল্য এক সঙ্গীত শিল্পী তথা সুরকারের।

ABOUT THE AUTHOR

...view details