পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anupam Salutes Oscar Winners: দেশের জন্য বিরাট সম্মান, ভারতের 2 অস্কার বিজয়ী টিমকে প্রণাম জানালেন অনুপম - অনুপম খের

ভারতের 2 অস্কার বিজয়ী টিমকে প্রণাম জানালেন অভিনেতা অনুপম খের (Anupam Salutes Oscar Winners)৷ বোলপুরে এসে তিনি বলেন, নাতু নাতু (Naatu Naatu Wins Oscar) ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের অস্কার অনুপ্রেরণা জোগাবে চিত্র নির্মাতাদের ৷

Anupam Salutes Oscar Winners ETV Bharat
বোলপুরে অনুপম খের

By

Published : Mar 13, 2023, 6:05 PM IST

বোলপুরে অনুপম খের

বোলপুর, 13 মার্চ: দেশে দুটি অস্কার আসায় উচ্ছ্বসিত অনুপম খের (Anupam Salutes Oscar Winners)৷ নাতু নাতু ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের টিমকে অভিনন্দন জানালেন বলিউডের এই অভিনেতা ৷ সোমবার বীরভূমে এসে তিনি বলেছেন, এই পুরস্কার অনুপ্রেরণা জোগাবে নতুন প্রজন্মের চিত্রনির্মাতাদের মধ্যে (Anupam Kher Salutes Oscar winning teams)৷

আজ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে 57তম লেকচার সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ৷ সেখানেই বক্তব্য রাখবেন বলিউড অভিনেতা অনুপম খের (Naatu Naatu Wins Oscar)৷ সেই উপলক্ষে সোমবার বোলপুরে পৌঁছেছেন এই প্রবীণ অভিনেতা ৷ তিনি যখন শান্তিনিকেতনে ঘুরছেন তখনই খবর এসে গিয়েছে ভারতের অস্কার জয়ের ৷ ঘোষণা হয়ে গিয়েছে যে, এ বছর সেরা মৌলিক গানের বিভাগে রিহানা ও লেডি গাগাদের মতো বড় বড় নামকে পেছনে ফেলে প্রথম ভারতীয় গান হিসেবে অ্যাকাডেমি পুরস্কার জিতেছে আরআরআর-এর নাতু নাতু ৷

এর পাশাপাশি আরও একটি অস্কার এসেছে ভারতে ৷ গুনিত মোঙ্গা প্রযোজিত ও কার্তিক গঞ্জালভেস পরিচালিত তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) দ্য এলিফ্যান্ট হুইসপারার্সও অ্যাকাডেমি পুরস্কার জিতেছে ৷

স্বাভাবিকভাবেই বোলপুরে অনুপম খেরের মতো প্রখ্যাত অভিনেতাকে পেয়ে এই নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে তিনি বলেন, ভারতের অস্কার জয়ে তিনি দারুণ খুশি ৷

আরও পড়ুন:'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' থেকে 'নাতু নাতু', বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতীয় চলচ্চিত্র

অনুপমের কথায়, "নাতু নাতু ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers) অস্কার পেয়েছে ৷ এই দুটি এন্ট্রি অস্কার পেয়েছে ৷ এটা ভারতীয়দের জন্য খুবই খুশির খবর ৷ এটা নতুন চিত্র নির্মাতাদের জন্য খুবই প্রেরণার ৷ বাংলা থেকে অনেক প্রতিভাধর চিত্র নির্মাতা রয়েছেন ৷ সারা দেশেই এমন অনেক চিত্র নির্মাতা আছেন ৷ এ বার তাঁদেরও মনে হবে যে আমরা কিছু করলেও এই অস্কারের মঞ্চে যাওয়ার সুযোগ আসতে পারে ৷ এত বড় সম্মান আসতে পারে ৷"

অস্কার জয়ের জন্য আরআরআর ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন কাশ্মীর ফাইলসের অভিনেতা ৷ এসএস রাজামৌলী, জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও গুণিত মোঙ্গা ও কার্তিক গঞ্জালভেসকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ অভিনেতা বলেন, "তাঁদের প্রণাম জানাতে চাই ৷ তাঁরা দেশের জন্য বিরাট বড় সম্মান এনে দিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details