পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anupam bids adieu Satish Kaushik: শোকসভায় শেষবারের মতো বন্ধু সতীশকে আলবিদা অনুপমের !

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের স্মরণসভায় আবেগপ্রবণ হয়ে পড়েন অবিনেতা তথা বন্ধু অনুপম খের ৷ সোশাল সাইটে বন্ধুকে জানালেন শেষ বিদায় (Anupam Kher bids adieu to satish kaushik) ৷

Etv Bharat
বন্ধু সতীশকে শেষবারের মতো বিদায় অনুপমের

By

Published : Mar 21, 2023, 8:05 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ: "ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে/ তোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে...৷" 45 বছরের বন্ধুত্ব যখন কালের অমোঘ নিয়মে ভেঙে যায় তখন মনে হয় জীবনের একটা অংশে যেন শূন্যস্থান তৈরি হয়েছে, যা আর পূরণ হবে না ৷ অনুপম খের এবং সতীশ কৌশিক ৷ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা, তারপর বি-টাউনে পাড়ি জমানো, জীবনের দীর্ঘ একটা পথ চলেছেন একসঙ্গে ৷ গত 9 মার্চ সেই পথ চলায় পড়েছে ছেদ ৷ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 'থ্রি মাস্কেটিয়ার্স' (The Three Musketeers)-এর অন্যতম সদস্য ৷ প্রয়াত হন 'মিস্টার ইন্ডিয়া'র 'ক্যালেন্ডার' সতীশ কৌশিক (Satish Kaushik died) ৷

মঙ্গলবার তারই শোকসভায় হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ( Bollywood actor Anupam Kher ) ৷ হয়ে পড়েন আবেগপ্রবণ ৷ সেই মুহূর্ত অভিনেতা শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ এই রকমটা হওয়ার কথা ছিলনা ৷ কথা রাখেনি বন্ধু ৷ তাও অভিমানী অনুপম বললেন, "যা তুঝে মাফ কিয়া !" ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন 'কাশ্মীর ফাইলস' অভিনেতা ( Kashmir Files actor) আরও লিখেছেন, "মানুষের হাসির মধ্যে আমি তোকে নিশ্চই খুঁজে নেব ৷ কিন্তু প্রত্যেকটা দিন আমাদের বন্ধুত্বটাকে মিস করব ৷ আলভিদা মেরে দোস্ত !" ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তখন চলছে 'দো লফজো কি হ্যায়....' সতীশ কৌশিকের পছন্দের গান ৷

উল্লেখ্য, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের স্মরণসভার আয়োজন করেছিল তাঁর পরিবার। অভিনেতার আত্মায় শান্তি কামনায় পুজো করেন তাঁর স্ত্রী-কন্যা। এদিন সতীশ কৌশিকের স্মরণসভায় হাজির হয়েছিলেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব। শোকস্তব্ধ সতীশের পরিবারকে সান্ত্বনা জানাতে অনুপম খেরের পাশাপাশি উপস্থিত ছিলেন জাভেদ আখতার (Javed Akhtar), পদ্মিনী কোলাপুরী, গুলশান গ্রোভার, মণীশ পল, তানভি আজমি, জ্যাকি শ্রফ, পঙ্কজ কাপুর, সুপ্রিয়া পাঠক, তনিষ্ঠা চট্টোপাধ্যায়, বিদ্যা বালান, বিবেক অগ্নিহোত্রীরা (Vivek Agnihotri)।

আরও পড়ুন:56 বছরে চলে গেলেন হ্যারি পটার খ্যাত পল গ্রান্ট

ABOUT THE AUTHOR

...view details