হায়দরাবাদ, 21 মার্চ: "ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে/ তোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে...৷" 45 বছরের বন্ধুত্ব যখন কালের অমোঘ নিয়মে ভেঙে যায় তখন মনে হয় জীবনের একটা অংশে যেন শূন্যস্থান তৈরি হয়েছে, যা আর পূরণ হবে না ৷ অনুপম খের এবং সতীশ কৌশিক ৷ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা, তারপর বি-টাউনে পাড়ি জমানো, জীবনের দীর্ঘ একটা পথ চলেছেন একসঙ্গে ৷ গত 9 মার্চ সেই পথ চলায় পড়েছে ছেদ ৷ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 'থ্রি মাস্কেটিয়ার্স' (The Three Musketeers)-এর অন্যতম সদস্য ৷ প্রয়াত হন 'মিস্টার ইন্ডিয়া'র 'ক্যালেন্ডার' সতীশ কৌশিক (Satish Kaushik died) ৷
মঙ্গলবার তারই শোকসভায় হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ( Bollywood actor Anupam Kher ) ৷ হয়ে পড়েন আবেগপ্রবণ ৷ সেই মুহূর্ত অভিনেতা শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ এই রকমটা হওয়ার কথা ছিলনা ৷ কথা রাখেনি বন্ধু ৷ তাও অভিমানী অনুপম বললেন, "যা তুঝে মাফ কিয়া !" ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন 'কাশ্মীর ফাইলস' অভিনেতা ( Kashmir Files actor) আরও লিখেছেন, "মানুষের হাসির মধ্যে আমি তোকে নিশ্চই খুঁজে নেব ৷ কিন্তু প্রত্যেকটা দিন আমাদের বন্ধুত্বটাকে মিস করব ৷ আলভিদা মেরে দোস্ত !" ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তখন চলছে 'দো লফজো কি হ্যায়....' সতীশ কৌশিকের পছন্দের গান ৷