হায়দরাবাদ, 13 জুলাই:অভিনেতা অনুপম খের এখন রয়েছেন সুপার ফর্মে ৷ শুক্রবার ফের একটি নতুন ছবির ঘোষণা করলেন তিনি ৷ এদিন তিনি যে ছবিটির ঘোষণা করলেন তাতে তাঁকে দেখা গিয়েছে একেবারে অন্য়রকম অবতারে ৷ ছবিতে দেখা যায়, হিংস্র সাপের মুখের আদলে তৈরি সর্প সিংহাসনে বসে রয়েছেন তিনি ৷ তাঁর লুকও পুরোনো দিনের রাজা বাদশাহের মতো ৷ হাতে রয়েছে ধাতুর রাজদণ্ড ৷ ঠিক কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন তা অবশ্য় জানাননি অভিনেতা ৷ তবে তিনি জানান, এটি কোনও পৌরাণিক কাহিনি বা মহাকাব্য নির্ভর ছবি নয় বরং একটি রূপকথার গল্প ৷
এর আগে তিনি ক্যামেরার সামনে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে ৷ তা নিয়ে আলোচনা তর্ক বিতর্কও কম হয়নি ৷ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায় তো এও লিখেছিলেন, "কারও রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত না ৷ এই মানুষটিকে একলা থাকতে দিন ৷" কেউ কেউ আবার ভীষণ প্রশংসা করেছেন তাঁর এই নয়া লুকের ৷ এরই মাঝে এবার নতুন ছবির ঘোষণা করলেন অনুপম ৷