কলকাতা, 14 জুন: পাক্কা চারটি বছর পর আবার পরিচালনায় ফিরছেন পরিচালক অনুপ সেনগুপ্ত । এবারও পুত্র এবং ভাবী পুত্রবধূকে নিয়েই কাজ করছেন তিনি । 2019 সালে তিনি বানিয়েছিলেন 'জানবাজ' । সেখানেও তিনি বেছে নিয়েছিলেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়কে । এবারও থাকছেন তাঁরাই ৷ তবে, তাঁরা জুটিতে কি না, তা জানা যায়নি । নামও স্থির হয়নি এই ছবির ।
2019 মুক্তি পায় 'জানবাজ' ছবিটি । আর তারপরই কোভিড আসে এবং সব ওলটপালট । অসুস্থ হন পরিচালক অনুপ সেনগুপ্ত নিজেই । সুস্থ হয়ে গেলেও লম্বা ব্রেক নেন তিনি কাজ থেকে । এবার একেবারে পুরনো উদ্যমে কাজে ফিরতে মরিয়া তিনি । ছবিতে রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো দুই মহারথীও থাকছেন বলে জানিয়েছেন পরিচালক। কিন্তু তাঁরা কীভাবে থাকবেন তা জানা যায়নি এখনও । এর প্রায় 14 বছর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে নিয়ে ছবি তৈরি করেছিলেন অনুপ সেনগুপ্ত ৷ 2009 সালে তৈরি 'বদলা' ছবিতে প্রসেনজিৎ ছিলেন খলনায়কের ভুমিকায় । এবার আবারও বুম্বাদাকে ছবির জন্য় বেছে নিলেন তিনি ৷