কলকাতা, 10 মার্চ: 'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে আবারও হাজির নতুন চমক । আগের সপ্তাহেই বসন্ত উৎসব ঘিরে স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন রুকমা রায়, অভিষেক বসু এবং লগ্নজিতা চক্রবর্তী । আর এই সপ্তাহে আসতে চলেছেন বলিউডের অতিথি ৷ চলতি সপ্তাহে প্রতিযোগীদের উৎসাহ দিতে সুপার সিঙ্গারের মঞ্চে হাজির থাকবেন টিনসেল টাউনের বিশিষ্ট সুরকার অনু মালিক । শুধুমাত্র উৎসাহ প্রদানই নয়, চ্যানেল সূত্রে জানা গিয়েছে প্রতিযোগীদের সঙ্গে গানও গাইবেন অনু (Anu Malik in Super Singer Special Episode)।
গত বছরেও সুপার সিঙ্গারের মঞ্চে হাজির হন অনু মালিক । সেই পর্বে নিজেরই জনপ্রিয় গান 'উঁচি হ্যায় বিল্ডিং' গান দিয়ে শুরু করেন বিশেষ পর্ব । নাচে-গান আড্ডায় জমে উঠেছিল সেই বিশেষ পর্ব । ওইদিন তিনি এ রাজ্যের সংস্কৃতি প্রসঙ্গে বলেন, "পশ্চিমবঙ্গ খুব সুন্দর একটি রাজ্য। এখানকার মানুষজন থেকে শুরু করে খাবার-দাবার, সংস্কৃতি সবই অনবদ্য । আমি বাঙালিদের সংস্কৃতির প্রেমে মজে আছি । এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে ।"