মুম্বই, 11 এপ্রিল:বেশ কিছুদিন আগেই ইমেলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল সুপারস্টার সলমন খানকে ৷ এবার ফোন করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হল এই বলিউড স্টারকে ৷ গতকাল মুম্বই পুলিশ এই ফোনটি পায় ৷ যেখানে রাজস্থানের এক ব্য়ক্তি অভিনেতাকে হত্যার হুমকি দিয়েছে বলে খবর ৷ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷
পুলিশের বক্তব্য অনুযায়ী, যে ব্যক্তি এই কলটি করেছিল সে রকিভাই বলে নিজের পরিচয় দেয় ৷ রাজস্থানের এই ব্য়ক্তি আগামী 30 এপ্রিল সলমনকে হত্যা করার হুমকি দিয়েছে ৷ পুলিশের কথায়, "কন্ট্রোল রুমে গতকাল এই কলটি আসে ৷ এক ব্য়ক্তি রকিভাই হিসাবে নিজের পরিচয় দিয়ে আগামী 30 এপ্রিল সলমনকে হত্যার হুমকি দেয় ৷ এই ব্যক্তি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ৷ পুরো বিষয়টির তদন্ত চলছে ৷"
অভিনেতাকে গত মার্চ মাসেও হত্যার হুমকি দিয়ে একটি মেইল করা হয় ৷ ইতিমধ্য়েই সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কারণ এই মেলে মাফিয়া ডন লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া একটি সাম্প্রতিক ইন্টারভিউয়ের কথা উল্লেখ করা হয়েছে ৷ আর এই ইন্টারভিউতে একটি মারাত্মক দাবি করেছে এই গ্য়াংস্টার ৷ যেখানে বলা হয়েছে, সলমনকে হত্য়া করাই তার জীবনের একমাত্র লক্ষ্য ৷
এর আগে রাজস্থান পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এক যৌথ অভিযানে রাজস্থানের ধাকড় রাম বলে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ এই যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল সলমনকে হুমকি মেল পাঠানোর ৷ 3 এপ্রিল পর্যন্ত তাকে পুলিশের হেফাজতেও রাখা হয় ৷ সলমনের নিরাপত্তাও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই সূত্রে ৷ তাঁর বাড়ির সামনে পুলিশ প্রহরাও বাড়ানো হয়েছে ৷ বলিউডের ভাইজান এখন ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির প্রচার নিয়ে ৷ সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ সলমনের এই ছবির পর্দায় আসবে আগামী ঈদে ৷
আরও পড়ুন:'ছবি না চললে আমাকেই দোষ দেবে', ট্রেলার লঞ্চে কার দিকে আঙুল তুললেন ভাইজান ?