কলকাতা, 11 ফেব্রুয়ারি:অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে বিশেষ লুকোচুরির আর কিছুই নেই ৷ তাঁদের বিয়ে নিয়েও গুঞ্জন চলে আসছে বহুদিন ধরেই ৷ একাধিক ইন্টারভিউতেও বারবার সামনে সামনে এসেছে তাঁদের রোম্যান্সের কাহিনি ৷ যদিও খোলাখুলি নয়, তবে অনুরাগীরা জানেন সব কাহিনিই ৷ তবে এবার কি সেই সম্পর্ক নিয়ে তৈরি হল জটিলতা ৷ কারণ প্রমিস ডে'তে অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখলেন 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না' ? তাই অঙ্কুশের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হল জটিলতা (Ankush Shares A Cryptic Post) ৷
শনিবার তাঁর এবং ঐন্দ্রিলার একটি রোম্যান্টিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ যেখানে দেখা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে প্রেমের আবেশে মগ্ন যুগল ৷ আজ 11 ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস ৷ কিন্তু প্রতিশ্রুতি দিবসেই কী প্রেমের প্রতিশ্রুতি ভঙ্গ হল? কারণ এই ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, "কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই 14 ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের 13 বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।"