পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ankush on Mirza: 'দেরি হতে পারে প্রতিশ্রুতি ভাঙব না', 'মির্জা' নিয়ে ভুয়ো খবরের প্রতিবাদে সরব অঙ্কুশ - Ankush on misleading news about Mirza

'মির্জা নিয়ে কোনও ভুল তথ্য় বা ভুল ধারনায় বিশ্বাস করবেন না ৷', তাঁর এই আসন্ন ছবি নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো খবর নিয়ে এবার মুখ খুললেন অঙ্কুশ হাজরা ৷

Ankush on Mirza
মির্জা নিয়ে ভুয়ো খবর ছড়াতেই সরব অঙ্কুশ

By

Published : Jun 23, 2023, 12:04 PM IST

কলকাতা, 23 জুন: তাঁর নতুন ছবি 'মির্জা' নিয়ে এবার বড় খবর দিলেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অঙ্কুশ হাজরা ৷ বেশ কিছু দিন ধরেই সোশাল মিডিয়ায় এই ছবি নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছে ৷ কিন্তু সেই সমস্ত খবরকে এদিন ভুয়ো বলে দাবি করলেন অঙ্কুশ ৷ তাঁর দাবি, প্রতিশ্রুতি পূরণে দোরি হলেও প্রতিশ্রুতি তিনি ভাঙবেন না ৷ অর্থাৎ এবছর ঈদে 'মির্জা'র দেখা না মিললেও আগামীতে এই ছবি নিশ্চই দর্শক দরবারে আসবে ৷

এদিন ইনস্টাগ্রামে ফ্যানেদের উদ্দেশ্যে একটি দীর্ঘ চিঠি লেখেন অঙ্কুশ ৷ তাঁর টিমের তরফে দেওয়া এই বার্তায় এদিন জানানো হয়, "আমাদের সকল শুভাকাঙ্ক্ষী এবং বৃহত্তর (দর্শক) পরিবারের উদ্দেশ্য়ে জানানো হচ্ছে মির্জা নিয়ে অনেক জল্পনার সৃষ্টি হয়েছে ৷ তাই আমি সকলকে জানাচ্ছি আমাদের টিম থেকে সরকারিভাবে যতক্ষণ না পর্যন্ত কোনও তথ্য দেওয়া হবে তথক্ষণ অন্য কিছুকে সত্যি বলে মনে করবেন না।"

সঙ্গে তিনি এও জানিয়েছেন, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স-এর নামেই এই ছবির কাহিনি রেজিস্টার করা আছে ৷ তাই প্রিয় দর্শককে অঙ্কুশ অনুরোধ করেছেন, 'মির্জা নিয়ে কোনও ভুল তথ্য় বা ভুল ধারনায় বিশ্বাস করবেন না ৷ প্রতিশ্রুতি পূরণে দেরি হতে পারে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হয়নি ৷ দেখা হচ্ছে খুব শীঘ্রই ৷ সকলকে আমার ভালোবাসা ৷'

আরও পড়ুন:বিভাস চক্রবর্তীর প্রশংসা, বিগ বি র সঙ্গে কাজ, ইটিভি ভারতে অকপট অসীম

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, 'মির্জা' ছবি নিয়ে টালবাহানা শুরু হয়েছিল গতবছর থেকেই ৷ খবর অনুযায়ী দুই সংস্থার মতপার্থক্য়ের জেরে গত বছর নেক্সজেন ভেঞ্চার্সের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয় অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স ৷ ফলতো তাঁদের এই যৌথ প্রজেক্টটির ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ৷ তবে সেদিনও জোর গলায় অঙ্কুশের টিমের তরফে জানানো হয়েছিল দর্শককে দেওয়া প্রতিশ্রুতি তাঁরা রাখবেন ৷ এবারও সেই প্রতিশ্রুতিই দিলেন তিনি ৷ তাঁর হাতে এখন এই ছবি ছাড়াও রয়েছে কৌশিক গ্ঙ্গোপাধ্য়ায়ের 'অসুখ বিসুখ' ছবির কাজ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details