কলকাতা, 28 অক্টোবর: এর আগে নিজের জন্মদিনে তাঁর নতুন ছবি 'সেভিংস অ্যাকাউন্ট' সম্পর্কে অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ৷ তখনই জানা গিয়েছিল এই ছবিতে চেনা ছকের বাইরের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে ৷ এবার শুক্রবার ফের একবার সামনে এল এই ছবির একটি নতুন পোস্টার ৷ ছবিতে অভিনেতাকে দেখা যাবে রহস্যময় চরিত্রে ৷ নিজেই তাঁর আভাসও দিয়েছেন অঙ্কুশ (Ankush New Film Savings Account Poster out )৷
শুক্রবার তাঁর এই নতুন ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, "নায়ক নাকি খলনায়ক ? 20 নভেম্বর সাক্ষী থাকুন তার পুরো যাত্রাপথের ৷" 'সেভিংস অ্যাকাউন্ট'-এর ট্রেলারও আসতে চলেছে খুব তাড়াতাড়ি(Ankush New Film Savings Account) ৷ এমনটাই জানিয়েছেন অভিনেতা ৷ নতুন পোস্টারের অভিনেতা দেখা গিয়েছে বেশ অন্যরকম মেজাজে ৷ এমনও দেখা যাচ্ছে তাঁর পিছনে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে বেশ কয়েকজনকে ৷ এর থেকে কিছুটা ধারণা করা যায় গল্প সম্পর্কে ৷