পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 19, 2023, 7:58 PM IST

ETV Bharat / entertainment

Film on Chaalchitra Making: মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক এবার বড় পর্দায় আনছেন অঞ্জন

কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, তা এ বার বড় পর্দায় আনতে চলেছেন অঞ্জন দত্ত (Anjan Dutt Film)৷ মৃণাল সেনের চালচিত্র ছবিটি তৈরির সফর (Film on Chaalchitra Making) চলচ্চিত্র আকারে তুলে ধরবেন গায়ক-অভিনেতা-পরিচালক ৷

Anjan Dutt and Mrinal Sen
অঞ্জন দত্ত ও মৃণাল সেন

কলকাতা, 19 ফেব্রুয়ারি: মৃণাল সেনের চালচিত্র (Film on Chaalchitra Making) ছবিতে অভিষেক ঘটেছিল অভিনেতা অঞ্জন দত্তের (Anjan Dutt Film)৷ 1981 সালের সেই ছবি তৈরি করার সময় কী কী বাধা পেরোতে, সেই গোটা সফর এ বার চলচ্চিত্র আকারে তুলে ধরতে চলেছেন তিনি ৷ চলতি বছর কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ (Mrinal Sen Birth Centenary)৷ চালচিত্র তৈরির সময় তাঁর সঙ্গে অভিনেতা অঞ্জনের যে সম্পর্ক গড়ে উঠেছিল, তার উপরেও আলোকপাত করবে পরিচালক অঞ্জনের ফিল্ম (Mrinal Sen Film)৷

চালচিত্র তৈরির সফর নিয়ে চলচ্চিত্র: চালচিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অঞ্জন দত্ত ৷ এই ছবির সফর নিয়ে তিনি যে ছবি তৈরি করছেন সে বিষয়ে অঞ্জন জানালেন, "এটি ডকুমেন্টারি বা একটি ডকু-ফিচার নয়, এমনকী এটি বায়োপিকও নয় ৷ তবে এটি একটি আউট-অ্যান্ড-আউট ফিচার ফিল্ম । মৃণাল দার সঙ্গে আমার 43 বছরের সম্পর্ক ছিল ৷ শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয়, তিনি ছিলেন এমন একজন যিনি আমাকে সব ক্ষেত্রে সাহায্য করেছেন ৷ তাঁর কারণেই আমি আজ যা হয়েছি । তাঁর কাছ থেকে শহর সম্পর্কে জানতে পেরেছি । চলচ্চিত্রে এর পুরোটাই দেখানো হবে না, তবে 'চালচিত্র' নির্মাণ এবং তাঁর সংস্পর্শে আসার সময়টি হবে এই ছবির মূল বিষয় ৷"

চরিত্রগুলির নাম পরিবর্তন হবে: আসন্ন ছবিতে 'চালচিত্র'-এর চরিত্রগুলির নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অঞ্জন দত্ত । তিনি জানান, একই চেহারার মানুষ তিনি খুঁজবেন না । প্রতিভাবান অভিনেতা যাঁদের সঠির মনোভাব রয়েছে তাঁদের সমন্বয়েই তৈরি হবে ছবির কাস্ট ৷ বাকিটা তিনিই করে নেবেন বলে জানিয়েছেন পরিচালক ৷

তাঁর কথায়, ফিল্মটিতে একটি ইংরেজ টাইপ ছেলে রয়েছে যে গাঁজা খায় এবং সবসময় ইংরেজিতে কথা বলে ৷ তার সঙ্গে বয়সে অনেক বড় একজন পরিচালক যিনি বাংলায় জবাব দেন, তাঁর চমৎকার রসায়ন দেখানো হবে । একটি সময়ের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কের রসায়ন তৈরি হয়েছিল, তার একটি চিত্রও আঁকবে এই ছবি । খুব কম লোকই শ্যুট চলাকালীন ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলির সম্পর্কে জানেন । তাঁর ফিল্মে কোনও কল্পকাহিনী থাকবে না বলে জানিয়েছেন অঞ্জন ৷

আরও পড়ুন:কনসার্টে রূপমের সঙ্গে যুগলবন্দি, গাইলেন শ্রীজাতর ছবির গান; অরিজিতে বুঁদ মহানগরী

তাঁর চরিত্রের জন্য একজনকে পেয়েছেন অঞ্জন: তাঁর মনে এমন কেউ আছে কি না যিনি তাঁর কম বয়সের চরিত্রে অভিনয় করতে পারেন, এমন প্রশ্নের জবাবে অঞ্জন বলেন, তিনি যে রকম ছিলেন ঠিক সেই রকম একজন ব্যক্তিকে তিনি খুঁজে পেয়েছেন । বাকি কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি । তিনি বলেন, "এই ছেলেটি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে মাস্টার্স করছেন । তিনি একজন দুর্বল, লম্বা ছেলে যাঁর মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে । তিনিও খুব স্পষ্টভাষী ৷"

মৃণাল সেনের ফুটেজ অঞ্জনের সংগ্রহে: অভিনেতা-পরিচালক আরও জানান যে, তিনি বছরের পর বছর ধরে মৃণাল সেনের সংক্ষিপ্ত ভিডিয়ো রেকর্ড করেছিলেন ৷ যখন তিনি সমাবেশে হাঁটতেন, ফিল্ম স্ক্রিনিংয়ে অংশ নিতেন বা বাড়িতে বসে খাওয়া দাওয়া করতেন ৷ সে রকম নয় থেকে 10 ঘণ্টার ফুটেজ তাঁর কাছে আছে বলে জানান অঞ্জন । এক ঘণ্টার একটি ডকুমেন্টারির জন্য তিনি সেই ফুটেজ এডিট করবেন বলে ভেবেছিলেন ৷

ছবির মুক্তি বছরের শেষে: অঞ্জনের কথায়, "মৃণাল সেন চেয়েছিলেন আমি আমাদের ব্যক্তিগত সমীকরণ, আমাদের সম্পর্ক নিয়ে কিছু একটা তৈরি করি । তাঁর ছেলে কুণাল সেন আমাকে এই দিকটি খতিয়ে দেখতে বলেছিলেন ৷" তাঁর এই ছবি বছরের শেষের দিকে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি ৷ তিনি এই ছবি তৈরিতে কোনও রকম আপোস করতে রাজি নন বলে জানিয়েছেন অঞ্জন দত্ত ৷

ABOUT THE AUTHOR

...view details