কলকাতা, 19 ফেব্রুয়ারি: মৃণাল সেনের চালচিত্র (Film on Chaalchitra Making) ছবিতে অভিষেক ঘটেছিল অভিনেতা অঞ্জন দত্তের (Anjan Dutt Film)৷ 1981 সালের সেই ছবি তৈরি করার সময় কী কী বাধা পেরোতে, সেই গোটা সফর এ বার চলচ্চিত্র আকারে তুলে ধরতে চলেছেন তিনি ৷ চলতি বছর কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ (Mrinal Sen Birth Centenary)৷ চালচিত্র তৈরির সময় তাঁর সঙ্গে অভিনেতা অঞ্জনের যে সম্পর্ক গড়ে উঠেছিল, তার উপরেও আলোকপাত করবে পরিচালক অঞ্জনের ফিল্ম (Mrinal Sen Film)৷
চালচিত্র তৈরির সফর নিয়ে চলচ্চিত্র: চালচিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অঞ্জন দত্ত ৷ এই ছবির সফর নিয়ে তিনি যে ছবি তৈরি করছেন সে বিষয়ে অঞ্জন জানালেন, "এটি ডকুমেন্টারি বা একটি ডকু-ফিচার নয়, এমনকী এটি বায়োপিকও নয় ৷ তবে এটি একটি আউট-অ্যান্ড-আউট ফিচার ফিল্ম । মৃণাল দার সঙ্গে আমার 43 বছরের সম্পর্ক ছিল ৷ শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয়, তিনি ছিলেন এমন একজন যিনি আমাকে সব ক্ষেত্রে সাহায্য করেছেন ৷ তাঁর কারণেই আমি আজ যা হয়েছি । তাঁর কাছ থেকে শহর সম্পর্কে জানতে পেরেছি । চলচ্চিত্রে এর পুরোটাই দেখানো হবে না, তবে 'চালচিত্র' নির্মাণ এবং তাঁর সংস্পর্শে আসার সময়টি হবে এই ছবির মূল বিষয় ৷"
চরিত্রগুলির নাম পরিবর্তন হবে: আসন্ন ছবিতে 'চালচিত্র'-এর চরিত্রগুলির নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অঞ্জন দত্ত । তিনি জানান, একই চেহারার মানুষ তিনি খুঁজবেন না । প্রতিভাবান অভিনেতা যাঁদের সঠির মনোভাব রয়েছে তাঁদের সমন্বয়েই তৈরি হবে ছবির কাস্ট ৷ বাকিটা তিনিই করে নেবেন বলে জানিয়েছেন পরিচালক ৷
তাঁর কথায়, ফিল্মটিতে একটি ইংরেজ টাইপ ছেলে রয়েছে যে গাঁজা খায় এবং সবসময় ইংরেজিতে কথা বলে ৷ তার সঙ্গে বয়সে অনেক বড় একজন পরিচালক যিনি বাংলায় জবাব দেন, তাঁর চমৎকার রসায়ন দেখানো হবে । একটি সময়ের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কের রসায়ন তৈরি হয়েছিল, তার একটি চিত্রও আঁকবে এই ছবি । খুব কম লোকই শ্যুট চলাকালীন ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলির সম্পর্কে জানেন । তাঁর ফিল্মে কোনও কল্পকাহিনী থাকবে না বলে জানিয়েছেন অঞ্জন ৷