কলকাতা, 7 জানুয়ারি:শীতের রোদ গায়ে মেখে আর ছোটদের মন মাতিয়ে মুক্তি পেয়েছে 'হামি 2'। আর এবার হাজির হল এই ছবির টাইটেল ট্র্যাক ভার্সন টু (Anjan Dutt Sings The title track of Haami 2)। এই ভার্সনের অন্যতম চমক হল সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে গলা মেলালেন অঞ্জন দত্ত । অর্থাৎ, ছবির নিতাই জ্যাঠা ( title track of Haami 2)।
উল্লেখ্য, 'হামি 2'-এর অ্যালবামে প্রধানত সব গানই ছোটদের গাওয়া (New Film Haami 2 Songs)। কিন্তু এবার টাইটেল ট্র্যাক ভার্সন 2-এ সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে গলা মেলালেন অঞ্জন দত্ত নিজেই । বলা বাহুল্য, 'হামি 2' ছবিতে অঞ্জন দত্ত নিতাই জ্যাঠার চরিত্রে অভিনয় করে দর্শকের প্রচুর ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন । তাই দর্শকের উপরি পাওনা অঞ্জনকণ্ঠে এই গান। নিতাই জ্যাঠা থুড়ি অঞ্জন দত্তর কথায়, " নিতাই জ্যাঠার চরিত্রটা আমার জীবনে একটি অন্যতম প্রিয় চরিত্র হয়ে থেকে যাবে ৷ এই যে বাচ্চাদের গাওয়া অ্যালবামে আমি যোগদান করতে পেরেছি এটা আমার কাছে ভীষণ আনন্দের। এছাড়া ছোটদের সঙ্গে কাজ করার আনন্দ তো আছেই । সব মিলিয়ে ভরপুর মজা পেলাম 'হামি 2'-কে ঘিরে।"