মুম্বই, 23 ফেব্রুয়ারি:এবার পর্দায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধছেন রানি মুখোপাধ্য়ায় ৷ নতুন ছবি 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'-তে তাঁরা অভিনয় করতে চলেছেন প্রবাসী বাঙালি দম্পতির ভূমিকায় ৷ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ অসীমা ছিব্বর পরিচালিত এই ছবিতে ফুটে উঠবে এক প্রবাসী মায়ের লড়াইয়ের গল্প ৷ নরওয়ের আইনের ফাঁদে পড়ে যাঁর সুখের সংসার একদিন ছাড়খাড় হয়ে যায় হঠাৎই (New Film Mrs Chatterjee Vs Norway trailer Out)৷
'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে মায়ের কাছ থেকে আইনের বলে সন্তানকে ছিনিয়ে নেওয়ার গল্প দেখানো হয়েছে ৷ এখানে রানির চরিত্রের নাম দেবিকা ৷ তাঁকে নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিসেসের অধিকর্তারা জানান, তিনি সঠিকভাবে তাঁর বাচ্চাদের দায়িত্ব পালন করতে পারছেন না ৷ তাই 18 বছর বয়স পর্যন্ত তাঁদের রাষ্ট্রের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত ৷ মিসেস চ্যাটার্জী তাঁর লড়াই শুরু করেন গোটা নরওয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ৷ তাঁর সেই সংগ্রামের কাহিনিই তুলে ধরা হয়েছে এই গল্পে ৷