কলকাতা, 24 মার্চ:সম্প্রতি মুক্তি পেয়েছে অসীমা ছিব্বার পরিচালিত হিন্দি ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee vs Norway)। ছবিতে রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) বিপরীতে অভিনয় করেছেন বাংলার শক্তিশালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Exclusive Interview)। তাঁর নাম পরিচালককে সুপারিশ করেছিলেন রানিসাহেবা স্বয়ং । এই ঘটনা জানার পর হতচকিত হয়েছিলেন অভিনেতা অনির্বাণ । রানির সঙ্গে অভিনয় থেকে শুরু করে বিদেশে টানা 46 দিনের কাটানো সময় - সব কিছু নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকার দিলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।
ইটিভি ভারত: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' অনির্বাণের সাফল্যের মুকুটে আরও কটা পালক জুড়ল ?
অনির্বাণ: সেদিক থেকে দেখতে গেলে এটা আমার প্রথম হিন্দি ছবি ৷ এত বড় একটা ছবি, তাও আবার রানির মতো অভিনেত্রীর সঙ্গে । দেশজোড়া যাঁর খ্যাতি । মানুষজন ছবিটা দেখে বলছেন যে, রানি মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আমি চিত্রনাট্য এবং নিজের চরিত্রের প্রতি সুবিচার করতে পেরেছি । সাফল্যের মুখ দেখছে ছবিটা । এটাই প্রাপ্তি ।
ইটিভি ভারত: রানিসাহেবাই আপনার নাম সুপারিশ করেছিলেন শুনেছি ।
অনির্বাণ: হ্যাঁ । আমি অবাকই হয়েছিলাম । অত বড় মাপের শিল্পী, সর্বভারতীয় ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন ৷ তিনি আমার অভিনয় ফলো করেন জেনে হতচকিতই হয়েছিলাম । নার্ভাসও হয়েছিলাম এই ভেবে যে, সম্মানটা রাখতে পারব কি না । চেষ্টা করেছি আমি ।
ইটিভি ভারত: প্রথম হিন্দি ছবিতেই গ্রে শেডের চরিত্র ।
অনির্বাণ: চরিত্র ইজ চরিত্র । আমি বাংলাতেও নানা শেডের চরিত্রে অভিনয় করি । আমার কাছে কাজ পাওয়া আর কাজ করাটাই বড় কথা । খুব ইন্টারেস্টিং একটা চরিত্র অনিরুদ্ধ চ্যাটার্জি । আর এই চরিত্রে অভিনয়ের যথেষ্ট সুযোগ ছিল এবং আমি সেটা করেছি । এর বেশি আমি আর ভাবিনি ।
ইটিভি ভারত: টলিউডের সঙ্গে বলিউডের কাজের ধরনের কোনও পার্থক্য দেখলেন ?
অনির্বাণ: মূল পার্থক্যটা টাকা । ওদের অনেক বেশি টাকা আছে । যা আমাদের নেই । বাকি যেটুকু পার্থক্য তা ওই টাকার কারণেই । আমাদের এখানে যেভাবে ছবি তৈরি হয় ওখানেও সেভাবেই তৈরি হয় । ওরা সারা দেশে যেভাবে টাকা রোল বা রোটেশন করতে পারে, আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা হয়ে ওঠে না ।
ইটিভি ভারত: বাংলায় কথোপকথন হত রানির সঙ্গে ?
অনির্বাণ: আমার সঙ্গেই উনি বাংলায় কথা বলতেন পুরো সময়টা ।
ইটিভি ভারত: বিদেশে এতদিনের শুটিং কেমন এনজয় করলেন ?