পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anirban Exclusive Interview: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র শুটিং ফেলে এস্তোনিয়া থেকে পালিয়ে আসার প্ল্যান করেছিলেন অনির্বাণ - মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র (Mrs Chatterjee vs Norway) শুটিং চলাকালীন এস্তোনিয়া থেকে পালিয়ে আসবেন বলে প্ল্যান করেছিলেন ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Exclusive Interview)৷ আর কী কী বললেন তিনি ? পড়ে নিন সম্পূর্ণ সাক্ষাৎকার ৷

Anirban Bhattacharya in Mrs Chatterjee vs Norway ETV Bharat
'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'তে অনির্বাণ ভট্টাচার্য

By

Published : Mar 24, 2023, 6:14 PM IST

কলকাতা, 24 মার্চ:সম্প্রতি মুক্তি পেয়েছে অসীমা ছিব্বার পরিচালিত হিন্দি ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee vs Norway)। ছবিতে রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) বিপরীতে অভিনয় করেছেন বাংলার শক্তিশালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Exclusive Interview)। তাঁর নাম পরিচালককে সুপারিশ করেছিলেন রানিসাহেবা স্বয়ং । এই ঘটনা জানার পর হতচকিত হয়েছিলেন অভিনেতা অনির্বাণ । রানির সঙ্গে অভিনয় থেকে শুরু করে বিদেশে টানা 46 দিনের কাটানো সময় - সব কিছু নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকার দিলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

ইটিভি ভারত: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' অনির্বাণের সাফল্যের মুকুটে আরও কটা পালক জুড়ল ?

অনির্বাণ: সেদিক থেকে দেখতে গেলে এটা আমার প্রথম হিন্দি ছবি ৷ এত বড় একটা ছবি, তাও আবার রানির মতো অভিনেত্রীর সঙ্গে । দেশজোড়া যাঁর খ্যাতি । মানুষজন ছবিটা দেখে বলছেন যে, রানি মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আমি চিত্রনাট্য এবং নিজের চরিত্রের প্রতি সুবিচার করতে পেরেছি । সাফল্যের মুখ দেখছে ছবিটা । এটাই প্রাপ্তি ।

ইটিভি ভারত: রানিসাহেবাই আপনার নাম সুপারিশ করেছিলেন শুনেছি ।

অনির্বাণ: হ্যাঁ । আমি অবাকই হয়েছিলাম । অত বড় মাপের শিল্পী, সর্বভারতীয় ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন ৷ তিনি আমার অভিনয় ফলো করেন জেনে হতচকিতই হয়েছিলাম । নার্ভাসও হয়েছিলাম এই ভেবে যে, সম্মানটা রাখতে পারব কি না । চেষ্টা করেছি আমি ।

ইটিভি ভারত: প্রথম হিন্দি ছবিতেই গ্রে শেডের চরিত্র ।

অনির্বাণ: চরিত্র ইজ চরিত্র । আমি বাংলাতেও নানা শেডের চরিত্রে অভিনয় করি । আমার কাছে কাজ পাওয়া আর কাজ করাটাই বড় কথা । খুব ইন্টারেস্টিং একটা চরিত্র অনিরুদ্ধ চ্যাটার্জি । আর এই চরিত্রে অভিনয়ের যথেষ্ট সুযোগ ছিল এবং আমি সেটা করেছি । এর বেশি আমি আর ভাবিনি ।

ইটিভি ভারত: টলিউডের সঙ্গে বলিউডের কাজের ধরনের কোনও পার্থক্য দেখলেন ?

অনির্বাণ: মূল পার্থক্যটা টাকা । ওদের অনেক বেশি টাকা আছে । যা আমাদের নেই । বাকি যেটুকু পার্থক্য তা ওই টাকার কারণেই । আমাদের এখানে যেভাবে ছবি তৈরি হয় ওখানেও সেভাবেই তৈরি হয় । ওরা সারা দেশে যেভাবে টাকা রোল বা রোটেশন করতে পারে, আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা হয়ে ওঠে না ।

ইটিভি ভারত: বাংলায় কথোপকথন হত রানির সঙ্গে ?

অনির্বাণ: আমার সঙ্গেই উনি বাংলায় কথা বলতেন পুরো সময়টা ।

ইটিভি ভারত: বিদেশে এতদিনের শুটিং কেমন এনজয় করলেন ?

অনির্বাণ: মিশ্র অভিজ্ঞতা । আমি 46 দিনের জন্য গিয়েছিলাম এস্তোনিয়ায় । এর আগে এতদিনের জন্য কখনও বাড়িঘর ছেড়ে কোথাও থাকিনি আমি । ওখানকার খাবার, কফি এখনও ভুলিনি । অগাস্টে গিয়েছিলাম । ফিরেছি সেপ্টেম্বরে । আমরা থাকাকালীন আবহাওয়া বদলে বদলে যেত । আমরা যখন গিয়েছিলাম অত ঠান্ডা ছিল না । যখন ফিরছি মারাত্মক ঠান্ডা । মাঝখানে আমার 'ফরেইন ফ্যাটিগ' হয়েছিল । মনে হচ্ছিল পালিয়ে আসি । শব্দ নেই, গাছপালা কম, মানুষজন কম । খুব কম জনসংখ্যা এস্তোনিয়াতে । একবার তো ভেবেছিলাম কলকাতার কারওকে ম্যানেজ করে লুকিয়ে ফ্লাইটের টিকিট কেটে রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে পালিয়ে আসি ।

ইটিভি ভারত: এই প্ল্যানটা জব্বর ছিল । আর অনিরুদ্ধ চ্যাটার্জির চরিত্রটা যে শাহরুখ খান প্রশংসা করে ফেললেন । তার বেলা ?

অনির্বাণ: এটা তো দারুণ প্রাপ্তি । শুধু আমার নয় । উনি তো সৌম্যরও প্রশংসা করেছেন । সৌম্য তো উন্মাদ ফ্যান । আমার স্ত্রী মধুরিমাও উন্মাদ ফ্যান ওঁর । আমি আবার কারওর ও রকম ফ্যান নই ৷ ভাবছি শাহরুখ খানের ওই টুইটটার স্ক্রিন শট তুলে ফ্রেমে বাঁধিয়ে গিফট করব সৌম্যকে ।

ইটিভি ভারত: আপনার মা তো রানির ভক্ত শুনেছি ।

অনির্বাণ: হ্যাঁ । উনিও আমাকে রানির সঙ্গে অভিনয় করতে দেখে খুব খুশি হয়েছেন ।

ইটিভি ভারত: অসীমা ছিব্বারের সঙ্গে কাজের অভিজ্ঞতা ?

অনির্বাণ: আমি ওঁকে 'মা'জি' বলে ডাকি । অনেক শিখেছি ওঁর কাছে । 2021-এর মে মাসে আমার কাস্টিং হয় । জুন থেকে অগাস্ট উনি আমার পিছনে লেগেছিলেন একপ্রকার । চারটে ভাষায় কথা বলতে হয়েছে । একটি ছাড়া সব দৃশ্য আমার রানির সঙ্গে । উনি না হলে আমি কাজটা করতে পারতাম না । রানি মুখোপাধ্যায়ও আমাকে অনেক সাহায্য করেছেন কাজটা করতে ।

ইটিভি ভারত: আপনার পরিচালনায় এর মধ্যে কি কোনও ছবি আসছে ?

অনির্বাণ: না । এখন আমি পেট ভরে অভিনয় করতে চাই । অভিনয় করতে ভীষণ ভালোবাসি । অনেকদিন অভিনয়টা করা হয়নি । চাইছি কিছু ভালো অভিনয় দর্শককে উপহার দিতে ।

ইটিভি ভারত: আপনার 'সাজো সাজাও' গানটা 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে ব্যবহার করা হয়েছে । জানেন ?

অনির্বাণ: হ্যাঁ । জানি তো । ভালো লাগল আমার ।

আরও পড়ুন:অবশ্যই দেখুন মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে, ভূয়সী প্রশংসা শাহরুখের

ABOUT THE AUTHOR

...view details