পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anirban Praises Dev: 'বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো', দেবের ব্যোমকেশকে প্রশংসায় ভরালেন অনির্বাণ - Dev As Byomkesh

'সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছে দেওয়ার মতো একটা ছবি', ঠিক এই ভাষাতেই দেবের প্রশংসা করলেন অনির্বাণ ভট্টাচার্য ৷

Anirban on Dev
দেবকে নিয়ে ভূয়সী প্রশংসা অনির্বাণের

By

Published : Jul 27, 2023, 5:05 PM IST

কলকাতা, 27 জুলাই: টিজার মুক্তির দিনেই অনির্বাণ ভট্টাচার্যের ব্যোমকেশ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল দেবকে ৷ তখন তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন অভিনেতা ৷ স্পষ্ট বলেছিলেন, "অনির্বাণ বহুমুখী প্রতিভার অধিকারী ৷ তাই আমার মতো কম প্রতিভাবান অভিনেতার ব্যোমকেশ দেখলে খুশি হব ৷ তবে ওর কাজ ভীষণ ভালো লাগে ৷" এমনকী অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'রও প্রশংসা পঞ্চমুখ হয়েছিলেন তিনি ৷ কেউ কী তখন জানতো ট্রেলার মুক্তির দিন অনির্বাণ নিজেই হাজির হবেন সোহনী সরকার এবং সৃজিত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ৷

বিশেষত যখন একই গল্প নিয়ে সিরিজ বানাচ্ছেন সৃজিতও ৷ আর সেই গল্পের নায়ক অনির্বাণ ভট্টাচার্য এবং নায়িকা সোহিনী সরকার ৷ তবে মানতেই হবে বাংলা ছবির জন্য এটা একটা দারুণ দৃষ্টান্ত ৷ এদিন স্বাভাবিকভাবেই দেবের ব্যোমকেশ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল অনির্বাণের কাছে ৷ তিনিও বেশ খোলামেলা প্রশংসায় ভরালেন সহ-অভিনেতাকে ৷

তিনি বলেন, "আমি যখন থেকে জেনেছিলাম দেব ব্যোমকেশ করছে তখন থেকেই বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল ৷" তিনি জানালেন, দেব ব্যোমকেশের একটা আলাদা চেহারা এনেছে ৷ অঞ্জন দত্ত আবির চট্টোাপাধ্যায়কে নিয়ে ব্যোমকেশ করার পর থেকে যারা ব্যোমকেশ করেছেন তাদের ফিচার প্রায় একইরকম ৷

আরও পড়ুন:সকলকে অবাক করে মঞ্চে সৃজিত, মুক্তি পেল দেব অভিনীত ব্যোমকেশের ট্রেলার

এক্ষেত্রে দেব একেবারে আলাদা বলে দাবি করেন তিনি ৷ তাই এটাই সবচেয়ে বড় চমক ৷ শরদিন্দু বন্দোপাধ্যায় যেহেতু চরিত্রগুলির কোনও স্কেচ রাখেননি তাই অন্যভাবে দর্শকের কাছে চরিত্রটিকে পৌঁছে দেওয়া যেতেই পারে ৷ আর সঙ্গে তিনি বলেন, "সারা বিশ্বের বাঙালি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার মতো ছবি হতে চলেছে ৷" ট্রেলারেও তেমনই আভাস রয়েছে বলেই দাবি করলেন অনির্বাণ ৷ আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে দেবের এই নতুন ছবি ৷ পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্যের মতো আরও অনেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details