পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Song For Puja: অনিন্দ্য বোসের কথায়-সুরে হাজির পুজোর নতুন গান - অনিন্দ্য ও কুমার সঞ্জয়

পুজোর গানের ধারা মাথায় রেখে একটা প্রেমের গান উপহার দিলেন অনিন্দ্য ও কুমার সঞ্জয় । অনিন্দ্য বোসের কথায় এবং সুরে মুক্তি পেল পুজোর গান 'গান হয়ে এসো' । কণ্ঠ শিল্পী কুমার সঞ্জয় । তাঁদের এই নতুন গান সকলকে মোহিত করবে বলেই আশা ৷

Anindya Bose New Song
অনিন্দ্য বসুর নতুন গান

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 6:54 PM IST

Updated : Sep 22, 2023, 7:24 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর:অনিন্দ্য বোসে তাঁর বাংলা ব্যান্ড 'শহর'-এর জন্য রীতিমতো জনপ্রিয় ৷ এবার পুজোতেও হাজির হতে চলেছে তাঁর লেখা গান ৷ পুজোর গানের সুবিশাল ইতিহাস রয়েছে বাংলায় ৷ এক সময় বাংলায় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে-র মতো শিল্পীর কণ্ঠে মুক্তি পেত পুজোর গান ৷ আবার বাংলার অন্যতম জনপ্রিয় আধুনিক গান 'মনে পড়ে রুবি রায়'-ও মুক্তি পেয়েছিল পুজোর অ্যালবাম হিসাবেই ৷ এবারও পুজোয় মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি গান ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি গান প্রকাশ্যেও এসেছে ৷ সেই তালিকায় নতুন সংযোজন গায়ক কুমার সঞ্জয় ৷ আর তাঁর জন্য গান লিখলেন অনিন্দ্য ৷

অনিন্দ্যর কণ্ঠে 'যখন নীরবে দূরে দাঁড়াও এসে' আজও প্রেমের ভেলায় ভাসিয়ে নিয়ে যায় অনুরাগীদের । বেশ কিছু বছর হয়ে গেল গানের সঙ্গে মানানসই মিউজিক ভিডিয়োই এখন বেশি জনপ্রিয় ৷ তবে, নতুন এই গানটি তৈরি হয়েছে শুধু রেকর্ডিং সেশনের ভিডিয়ো দিয়ে । এর একটাই উদ্দেশ্য, শ্রোতাদের ভাবনার অবকাশ দেওয়া । গান শুনে শ্রোতারা যাতে গানের বিষয়টা নিজেরাই মনে মনে এঁকে নিতে পারেন ৷

অনিন্দ্য বলেন, "পুজোর গানের অনেক স্মৃতি আছে । অনেকটা সময় পেরিয়েছে । এখন ইউটিউবে গান রিলিজ হয় । এখন গান শোনার সঙ্গে দেখার বিষয়ও বটে । তবে এখানে গানের কথা অনুযায়ী মিউজিক ভিডিয়ো বানানো হয়নি । গানটা শুনতে হবে মন দিয়ে ।" কুমার সঞ্জয় বলেন, "খুব মিষ্টি একটা গান । অনিন্দ্যদার কথায় -সুরে গানটা করতে পেরে খুব ভালো লাগলো ।"
আরও পড়ুন:মুখ গোঁফ দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক

এক ব়োম্যান্টিক অভিসারের আবেদন নিয়েই এবছর পুজোয় প্রকাশ পেল কুমার সঞ্জয়ের নতুন বাংলা গান 'গান হয়ে এসো'। সঙ্গীতায়োজনে মৈনাক রায় ও অনিন্দ্য বোস । গানটি প্রকাশ পেল কুমার সঞ্জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল 'কুমার সঞ্জয় অফিসিয়াল'-এ । 'গান হয়ে এসো' নিয়ে প্রত্যেকেই আশাবাদী ।

Last Updated : Sep 22, 2023, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details