কলকাতা, 22 সেপ্টেম্বর:অনিন্দ্য বোসে তাঁর বাংলা ব্যান্ড 'শহর'-এর জন্য রীতিমতো জনপ্রিয় ৷ এবার পুজোতেও হাজির হতে চলেছে তাঁর লেখা গান ৷ পুজোর গানের সুবিশাল ইতিহাস রয়েছে বাংলায় ৷ এক সময় বাংলায় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে-র মতো শিল্পীর কণ্ঠে মুক্তি পেত পুজোর গান ৷ আবার বাংলার অন্যতম জনপ্রিয় আধুনিক গান 'মনে পড়ে রুবি রায়'-ও মুক্তি পেয়েছিল পুজোর অ্যালবাম হিসাবেই ৷ এবারও পুজোয় মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি গান ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি গান প্রকাশ্যেও এসেছে ৷ সেই তালিকায় নতুন সংযোজন গায়ক কুমার সঞ্জয় ৷ আর তাঁর জন্য গান লিখলেন অনিন্দ্য ৷
অনিন্দ্যর কণ্ঠে 'যখন নীরবে দূরে দাঁড়াও এসে' আজও প্রেমের ভেলায় ভাসিয়ে নিয়ে যায় অনুরাগীদের । বেশ কিছু বছর হয়ে গেল গানের সঙ্গে মানানসই মিউজিক ভিডিয়োই এখন বেশি জনপ্রিয় ৷ তবে, নতুন এই গানটি তৈরি হয়েছে শুধু রেকর্ডিং সেশনের ভিডিয়ো দিয়ে । এর একটাই উদ্দেশ্য, শ্রোতাদের ভাবনার অবকাশ দেওয়া । গান শুনে শ্রোতারা যাতে গানের বিষয়টা নিজেরাই মনে মনে এঁকে নিতে পারেন ৷