কলকাতা, 24 মার্চ:শক্তিশালী এক বাঙালি পরিচালককে হারালো বলিউড । তিনি প্রদীপ সরকার । 'লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ ওম্যান', 'মর্দানি', 'মর্দানি টু', 'পরিণীতা', 'হেলিকপ্টার ইলা'র মতো দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডকে । বানিয়েছেন একাধিক হিন্দি ওয়েব সিরিজ । এহেন পরিচালকের সঙ্গে কাজ করেছেন বাংলার বহু অভিনেতা । তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন ৷ এঁদের সঙ্গে নাম জুড়ে যায় আরও একজনের । তিনি অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য প্রদীপ সরকারের সঙ্গে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন একটি টিভিসিতে । ঋতুপর্ণা, অনিন্দ্য় দু'জনেই আজ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালকের উদ্দেশ্য়ে ৷
খবর পাওয়া মাত্র শোকে বিহ্বল ঋতুপর্ণা ইনস্টা পোস্টে লেখেন,"শান্তিতে ঘুমাও দাদা, আমি সেই সৌভাগ্যবানদের একজন যে তোমার সঙ্গে দু'টো বিজ্ঞাপণী ছবিতে কাজ করেছে ৷ তুমি সর্বদা আমাদের গর্বিত করেছ ৷ বড় তাড়াতাড়ি চলে গেলে ৷ পরিবারের প্রতি আমার সহমর্মিতা ৷"
এ বিষয়ে ইটিভি ভারতের তরফে আমরা যোগাযোগ করেছিলাম অভিনেত্রীর সঙ্গে ৷ সেই শ্য়ুটিংয়ের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, "বাঙালিদের কাছে মনে হল যেন প্রদীপ নিভে গেল । এমনই একজন মানুষ ছিলেন তিনি ৷ এত সরল আর উদার একজন মানুষ ৷ আমার সৌভাগ্য় হয়েছিল ওনার সঙ্গে একটি বিজ্ঞাপণী ছবিতে কাজ করার ৷ মনে আছে একটা তেলের বিজ্ঞাপন ছিল ৷ আমার সেখানে দু'টো চরিত্র ছিল একটার নাম ঋতু এবং অপরটার নাম গীতু ৷ আমাকে বলেছিলেন শোন তোকে দু'টো চরিত্রে দেখানো হবে এই অ্যাড ফিল্মে ৷ সেটা ছিল বিগ হিট (Rituparna reaction on Pradeep Sarkar)" ৷