হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: 'তু ঝুঠি ম্য়ায় মক্কার', মার্চে মুক্তি পাওয়া এই ছবির হাত ধরেই পর্দায় কামব্যাক করেছিলেন রণবীর কাপুর ৷ নিজস্ব ছন্দে এই রম-কম ঘরানার ছবিতে সকলের মন কেড়েছিলেন অভিনেতা ৷ আর তারপর থেকেই তাঁর আগামী ছবি 'অ্যানিম্যাল' নিয়েও আগ্রহ তুঙ্গে উঠেছে ৷ পাশাপাশি এই ছবির অন্যতম বড় আকর্ষণ রশ্মিকা মন্দানা ৷ অর্থাৎ পুষ্পার শ্রীবল্লী এবার রণবীরের নায়িকা ৷ সোমবার ছবির মুক্তির দিনক্ষণ সামনে আনলেন নির্মাতারা ৷ একইসঙ্গে জানা গেল রণবীরের জন্মদিনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবির ঝলক ৷
সিনে সমালোচক তরণ আদর্শ সোমবার ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন 'অ্যানিম্যাল' ছবির টিজার মুক্তি পাবে সেপ্টেম্বরে ৷ পোস্টারে একেবারে চেনা মেজাজে দেখা মিলেছে রণবীর ৷ পরণে নীল ব্লেজার, ঝাঁকড়া চুল চোখে সানগ্লাস আর ঠোঁটে সিগারেট ৷ ছবি দেখেই বোঝা যায় রাফ অ্যান্ড টাফ একটি চরিত্রে ধরা দেবেন অভিনেতা ৷
তরণ জানান, আগামী 28 সেপ্টেম্বর রণবীরের জন্মদিনে মুক্তি পাবে এই সিনেমার টিজার ৷ আর ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে ৷ এর আগেই ছবির প্রি টিজার সামনে এনেছিলেন নির্মাতারা ৷ সেখানে রণবীরকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন মুডে ৷ হাতে কুঠার নিয়ে একের পর এক শত্রু নিধন করছেন তিনি ৷ রোম্যান্টিক নায়ককে এই অবতারে দেখে বেশ চমকেছিলেন অনেকেই ৷ অনেকে আবার আশঙ্কিতও ৷