হায়দরাবাদ, 11 অক্টোবর: রশ্মিকা মান্দানা তাঁর আসন্ন ফিল্ম অ্যানিম্যালের গান 'হুয়া ম্যায়' শেয়ার করেছেন ৷ আর সেই গান নিয়েই অনলাইনে চলছে মিম ৷
এই ছবিতে রশ্মিকাকে তাঁর বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৷ সদ্য প্রকাশিত গানে রণবীর ও রশ্মিকাকে একটি বিমানের ককপিটে বসে একে-অপরের ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় দেখা গিয়েছে ৷ এই দৃশ্যই অভিনেত্রীর ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে । রণবীরের সঙ্গে রশ্মিকার ঝলমলে রসায়ন নিয়ে অনেকে রসিকতার ছলে টেনে এনেছেন দক্ষিণী অভিনেত্রীর চর্চিত প্রেমিক বিজয় দেবেরকোন্ডার নাম ৷
গানটি শেয়ার করে রশ্মিকা পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "আমাদের হুয়া ম্যায় এ বার আপনাদের উপভোগ করার জন্য...৷" এর আগে, অভিনেত্রী বলেছিলেন যে, তিনি ব্যক্তিগতভাবে সমস্ত সংস্করণে অর্থাৎ হিন্দি, তেলুগু, কন্নড়, তামিল এবং মালায়ালামে এই গানটি দারুণ পছন্দ করেন । ডিভার রোমান্টিক গান প্রকাশিত হওয়ার পর তাঁর অনুগামীরা এই নিয়ে তাঁদের অনুভূতি প্রকাশ করেন কমেন্ট বিভাগে ৷