হায়দরাবাদ, 9 এপ্রিল: 40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । সম্প্রতি অনিল কাপুরের বেশ কিছু পোস্ট সেই কথাই বলছে । 66-তেও ঝক্কাস অভিনেতা অনিল কাপুর । সমান তালে এখনও টক্কর দিতে পারেন ইয়ং জেনারশেনের অভিনেতাদেরও । সোশাল মিডিয়ায় অনিল কাপুরের একের পর এক ওয়ার্কআউট সেশনের ছবি ও ভিডিয়ো দেখে অনুরাগীরা তেমন মন্তব্যই করছেন । মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে ।
রবিবার সিনিয়র এই অভিনেতা ছোট দুটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা গিয়েছে শার্টলেস হয়ে জগিং করতে করতে থাম্বস আপ দেখাচ্ছেন অনিল । ক্যাপশনে লিখেছেন, "40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । হ্যাশট্যাগ ফাইটার মোড অন ।" ভিডিয়োটি সামনে আসতেই স্ত্রী সুনিতা কাপুর ভালোবাসা জানিয়েছেন । এছাড়াও রিয়া কাপুর, করণ বুলানি ও ভূমি পেদনেকর, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, বিপাশা বাসু, ফাতিমা সানা শেখের মতো তারকারাও অনিলের ডেডিকেশনের প্রশংসা করেছেন ।