হায়দরাবাদ, 13 এপ্রিল: গত 9 মার্চ হার্ট অ্য়াটাকে মৃত্যু হয় 66 বছর বয়সি প্রখ্যাত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের । শিল্পীর অকাল প্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি । তবে এহেন ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন সতীশ কৌশিকের বহু পুরনো বন্ধু অনিল কাপুর ও অনুপম খের । বলিউডে 'থ্রি মাস্কেটিয়ার্স' হিসাবে পরিচিত এই তিন বন্ধুর সম্পর্ক প্রায় তিন দশকের বেশি সময় ধরে । তাই এক বন্ধুর আচমকা চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারেননি অনিল ও অনুপম । 13 এপ্রিল বন্ধু সতীশের জন্মদিনে আরও একবার আবেগঘন পোস্ট অভিনেতা অনিল কাপুর ও অনুপম খেরের ।
বৃহস্পতিবার অনিল কাপুর সোশাল মাধ্যমে একটি তিন মিনিটের ভিডিয়ো শেয়ার করেছেন । সেখানে ক্যাপশনে লিখেছেন, "আমি আমাদের বন্ধুত্বের সংজ্ঞার জন্য সঠিক শব্দটা খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলেছি । আমি তোমাকে বলতে চাই, তুমি আসলে আমার কাছে কী ! কিন্তু আমার মনে হয়, তুমি সেটা জানতে । এই তিন মিনিটের ভিডিয়োতে আমি আরও একবার জীবনের সেই মুহূর্তগুলোকে উপভোগ করলাম । যদি আরও কিছুটা সময় আমরা একসঙ্গে কাটাতে পারতাম ! যদি আর একবার তোমাকে ফোন করে বলতে পারতাম, তোমাকে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি । আমি তোমাকে কতটা মিস করি বলে বোঝাতে পারব না । আমি চাইব, প্রত্যেকের জীবনে তোমার মতো একজন বন্ধু থাকুক । শুভ জন্মদিন বন্ধু ।" অনিল কাপুরের আবেগপূর্ণ এই পোস্টে অনেক তারকাই ভালোবাসা জানিয়েছেন ।