পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

WBFJA Awards: অনবদ্য অপরাজিত-বল্লভপুরের রূপকথা, সিনেমার সমাবর্তনে বিজয়ী কারা ? - সিনেমার সমাবর্তন

গানে মাতালো সৃজিতের 'X=PREM' ৷ বেশ কয়েকটি বিভাগে পুরস্কৃত হল 'অপরাজিত' (Aparajito) ও 'বল্লভপুরের রূপকথা' (Ballabhpurer Roopkatha)৷ জনপ্রিয়তম ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ও 'প্রজাপতি'। জমজমাট আসর বসল সিনেমার সমাবর্তনের (WBFJA Awards) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৷

WBFJA awards ETV Bharat
সিনেমার সমাবর্তনে বিজয়ীরা

By

Published : Jan 9, 2023, 7:40 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর (WBFJA Nominations) উদ্যোগে সম্পন্ন হল সপ্তম 'সিনেমার সমাবর্তন' (WBFJA Awards) উৎসব । চলতি বছরে সতেরোটি বিভাগে পুরস্কার দেওয়া হল । এ ছাড়াও আটটি টেকনিক্যাল সেগমেন্ট অ্যাওয়ার্ড এবং একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয় এ বার । চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিকদের বিচারে বেছে নেওয়া হয় সেরা ছবি, ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক-সহ অন্যান্য বিভাগের পুরস্কার বিজেতাদের ।

'অপরাজিত' (Aparajito) ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অনীক দত্ত । জনপ্রিয়তম ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' এবং 'প্রজাপতি'। 'প্রজাপতি' ছবির জন্য জনপ্রিয়তম অভিনেতার শিরোপা পেলেন মিঠুন চক্রবর্তী । সেরা নেগেটিভ রোলের জন্য পুরস্কার পেয়েছেন চন্দন সেন (তীরন্দাজ শবর)। সেরা কমিক রোলের জন্য পুরস্কার পেয়েছেন দেবরাজ ভট্টাচার্য ('বল্লভপুরের রূপকথা) ও খরাজ মুখোপাধ্যায় (প্রজাপতি)। সেরা চিত্রনাট্যের জন্য পুরষ্কৃত হয়েছেন শৈবাল মিত্র (আ হোলি কনস্পিরেসি) এবং অনীক দত্ত, উৎসব মুখোপাধ্যায়, শ্রীপর্ণা মিত্র (অপরাজিত)।

সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন ইশান ঘোষ (ঝিল্লি) ও তুহিন ঘোষ (দোস্তজি)। সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন সংলাপ ভৌমিক ('বল্লভপুরের রূপকথা)। সেরা শিল্প নির্দেশকের পুরস্কার জিতেছেন আনন্দ আঢ্য (অপরাজিত)। সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার জিতেছেন প্রসূণ চট্টোপাধ্যায় এবং রোহিত সেনগুপ্ত (দোস্তজি)। এছাড়া অনিন্দিত রায় এবং অদীপ সিং মনকি এই পুরস্কার জিতেছেন 'বল্লভপুরের রূপকথা'র জন্য ।

আরও পড়ুন:আসছে সিনেমার সমাবর্তনের সপ্তম পর্ব, কারা পেল সেরা ছবির মনোনয়ন ?

বেস্ট কস্টিউম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত), বেস্ট মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু (অপরাজিত), বেস্ট মিউজিক ডিরেক্টর সপ্তক সানাই দাস (X=PREM), বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর দেবজ্যোতি মিশ্র (অপরাজিত), বেস্ট প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ কণ্ঠ) অরিজিত সিং (গান- ভালোবাসার মরশুম, ছবি- X=PREM), বেস্ট প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ কণ্ঠ) সপ্তক সানাই দাস (গান- সিন্ডেরেলা মন, ছবি- X=PREM), বেস্ট প্লে ব্যাক সিঙ্গার (মহিলা কণ্ঠ) শ্রেয়া ঘোষাল (গান-ভালোবাসার মরশুম, ছবি- X=PREM), সেরা গীতিকার নীলায়ন চট্টোপাধ্যায় (গান-কান্না, ছবি- কিশমিশ), সেরা গীতিকার বারিশ (গান ভালোবাসার মরশুম, ছবি X=PREM) ।

ABOUT THE AUTHOR

...view details