মুম্বই, 17 মার্চ:গতকাল চারহাত এক হয়েছে অনন্যা পাণ্ডের বোন অলন্যা ও আইভর ম্যাকক্রে'র । পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অলন্যা ও আইভর ম্যাকক্রে'র বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন ৷ 2021 সালে নভেম্বর মাসে প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দেন আইভর । সেই সময়েই ড্রিমি প্রপোজালের ছবি আপলোড করেছিলেন অলন্যা । আর গতকাল মুম্বইয়ে বিয়েটা সেরে ফেললেন তাঁরা ৷ বিয়ের রাতে প্যাস্টেল রঙের পোশাকে সেজেছিলেন বর ও কনে ৷ সাজ-পোশাকে বাহার ছিল তাঁদের পরিবারের সদস্যদেরও । নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে বিয়ের নানা ছবি ৷ তারমধ্যেই গতকাল বোনের বিয়ের রাতে বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে 'সাত সমুন্দর পাড়' গানে চুটিয়ে নেচেছেন অনন্যা পাণ্ডে ৷ সেই ভিডিয়োটি চাঙ্কি পাণ্ডে ও পপ গায়িকা কণিকা কাপুরও ইনস্টায় শেয়ার করেছেন (Ananya Dance with Chunky Panday) ৷
মেয়ের সঙ্গে চাঙ্কি পাণ্ডের নাচ দেখে নেটপাড়া বেশ আপ্লুত। বিয়ের রাতে 'লাইগার' অভিনেত্রী অনন্যার পরনে ছিল প্যাস্টেল নীল এবং সাদা রংয়ের শাড়ি ৷ অন্যদিকে, চাঙ্কি সাদা রঙের সার্ট সঙ্গে প্যারট গ্রিন ব্লেজার পরেছিলেন। উল্লেখ্য, অনন্যা সম্প্রতি বিক্রমাদিত্য মাতওয়ানির সাইবার ক্রাইম-থ্রিলারের শ্যুটিং শেষ করেছেন। অনন্যা এনিয়ে বলেছিলেন, "যখন বিক্রমাদিত্য মাতওয়ানি তাঁর গল্পটি নিয়ে আমার কাছে প্রস্তাব এসেছিল, আমি শুধু জানতাম যে আমাকে এর অংশ হতে হবে ৷ একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে, তিনি যে আমাকে এর উপযুক্ত মনে করেছেন, তাতে আমি কৃতজ্ঞ ৷ আমার কেরিয়ারের শুরুতেই তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি ।"