পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ananya Dance with Chunky Panday: বাড়িতে বিয়ের আসর, বাবা চাঙ্কির সঙ্গে চুটিয়ে নাচ অনন্যা পাণ্ডের - চাঙ্কি পাণ্ডে

বাড়িতে বসেছে বিয়ের আসর ৷ বি-টাউন অভিনেত্রী অনন্যা পাণ্ডের কাকার মেয়ে অলন্যার বিয়েতে চলছে দেদার ফূর্তি-মজা ৷ তাতে অংশ নিয়েছেন বলি সেলেবরা ৷ বোন অলন্যার বিয়েতে বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে 'সাত সমুন্দর পাড়' গানে ফ্লোর কাঁপাচ্ছেন মেয়ে অনন্যা (Ananya Dance with Chunky Panday)৷ দেখে নিন সেই মুহূর্ত ৷

Ananya Dance with Chunky Panday
বাবা চাঙ্কির সঙ্গে চুটিয়ে নাচ অনন্যা পাণ্ডের

By

Published : Mar 17, 2023, 7:30 PM IST

মুম্বই, 17 মার্চ:গতকাল চারহাত এক হয়েছে অনন্যা পাণ্ডের বোন অলন্যা ও আইভর ম্যাকক্রে'র । পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অলন্যা ও আইভর ম্যাকক্রে'র বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন ৷ 2021 সালে নভেম্বর মাসে প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দেন আইভর । সেই সময়েই ড্রিমি প্রপোজালের ছবি আপলোড করেছিলেন অলন্যা । আর গতকাল মুম্বইয়ে বিয়েটা সেরে ফেললেন তাঁরা ৷ বিয়ের রাতে প্যাস্টেল রঙের পোশাকে সেজেছিলেন বর ও কনে ৷ সাজ-পোশাকে বাহার ছিল তাঁদের পরিবারের সদস্যদেরও । নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে বিয়ের নানা ছবি ৷ তারমধ্যেই গতকাল বোনের বিয়ের রাতে বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে 'সাত সমুন্দর পাড়' গানে চুটিয়ে নেচেছেন অনন্যা পাণ্ডে ৷ সেই ভিডিয়োটি চাঙ্কি পাণ্ডে ও পপ গায়িকা কণিকা কাপুরও ইনস্টায় শেয়ার করেছেন (Ananya Dance with Chunky Panday) ৷

মেয়ের সঙ্গে চাঙ্কি পাণ্ডের নাচ দেখে নেটপাড়া বেশ আপ্লুত। বিয়ের রাতে 'লাইগার' অভিনেত্রী অনন্যার পরনে ছিল প্যাস্টেল নীল এবং সাদা রংয়ের শাড়ি ৷ অন্যদিকে, চাঙ্কি সাদা রঙের সার্ট সঙ্গে প্যারট গ্রিন ব্লেজার পরেছিলেন। উল্লেখ্য, অনন্যা সম্প্রতি বিক্রমাদিত্য মাতওয়ানির সাইবার ক্রাইম-থ্রিলারের শ্যুটিং শেষ করেছেন। অনন্যা এনিয়ে বলেছিলেন, "যখন বিক্রমাদিত্য মাতওয়ানি তাঁর গল্পটি নিয়ে আমার কাছে প্রস্তাব এসেছিল, আমি শুধু জানতাম যে আমাকে এর অংশ হতে হবে ৷ একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে, তিনি যে আমাকে এর উপযুক্ত মনে করেছেন, তাতে আমি কৃতজ্ঞ ৷ আমার কেরিয়ারের শুরুতেই তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি ।"

আরও পড়ুন:আইভর-অলন্যার গায়ে হলুদের ছবি শেয়ার করলেন অনন্য়া

এছাড়াও তিনি ফারহান আখতারের 'খো গেয়ে হাম কাহান' ছবির অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের বিপরীতেও অনন্যাকে দেখা যাবে এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে অভিষেক হতে চলেছে অর্জুন ভারাইন সিং-এর। ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও জানানো হয়নি ৷ তা ছাড়া আয়ুষ্মান খুরানার সঙ্গে তাঁর একটি কমেডি ছবি 'ড্রিম গার্ল 2' তেও অনন্যাকেও দেখা যাবে ৷ ছবিটিতে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আন্নু কাপুর, মনোজ যোশি এবং বিজয় রাজও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী 7 জুলাই ।

ভিডিয়োটি চাংকি পাণ্ডে ইনস্টায় শেয়ার করেছেন
ভিডিয়োটি পপ গায়িকা কণিকা কাপুরও ইনস্টায় শেয়ার করেছেন

ABOUT THE AUTHOR

...view details