পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chunky Panday Birthday: বাবার জন্মদিনে নস্টালজিক অনন্যা, শেয়ার করলেন ছেলেবেলার স্মৃতি - বাবা মেয়ের আদুরে ছবি

Ananya on Chunky Panday's Birthday: বাবার জন্মদিনে নস্টালজিক হয়ে পড়লেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ৷ মঙ্গলবার তিনি শেয়ার করলেন বেশকিছু পুরোনো ছবি ৷

Ananya Panday drops priceless throwback pictures
বাবার জন্মদিনে স্মৃতিতে ডুব অনন্যার

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 4:07 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে ৷ নয়ের দশকে 'পাপ কি দুনিয়া'র মতো ছবির হাত ধরে পরিচিত হয়ে ওঠেন তিনি ৷ তাঁর ঝুলিতে রয়েছে অগুনতি সফল হিন্দি ছবি ৷ কমেডির জন্য় তিনি ফ্যানেদের মনে নিজস্ব আসন তৈরি করে নিয়েছেন ৷ মঙ্গলবার সকালেই বাবার জন্মদিন উপলক্ষ্যে বেশ কয়েকটি পুরোনো ছবি শেয়ার করলেন অনন্যা ৷ চাঙ্কি কন্যা অনন্যা এখন বলিউডে বেশ পরিচিত নাম ৷

স্মৃতিতে ডুব দিলেন অনন্যা
স্মৃতির পাতা থেকে কিছু অদেখা ছবি শেয়ার করলেন অনন্যা

ইনস্টা স্টোরিতে বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "এতো ছোট থেকেই আমায় ক্যামেরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ৷ শুভ জন্মদিন পাপাটলি (অনন্যা বাবাকে এই নামেই ডাকেন) ৷" চাঙ্কিও মেয়ের এই পোস্টের জবাব দিতে ভোলেননি ৷ তিনি লিখেছেন, "সবসময় আমার কাছে ছোট্টটিই থাকবি তুই ৷ ভালোবাসা ৷"

চাঙ্কি পাণ্ডের কিছু পারিবারিক মুহূর্ত
বাবার পুরোনো ছবি শেয়ার করলেন অভিনেত্রী

যে ছবিগুলি এদিন অনন্যা শেয়ার করেছেন তার একটিতে দেখা যায় ছোট্ট অনন্যাকে আলিঙ্গনে বেঁধে রেখেছেন অভিনেতা ৷ আরেকটি ছবিতে দেখা যায় ডিনার টেবিলে বসে রয়েছেন অভিনেতা ৷ আরও একটি ছবি এদিন শেয়ার করেছেন অনন্যা ৷ সেখানে চাঙ্কির মুখে রয়েছে নীল ফেস মাস্ক আর মাথায় হেয়ারব্যান্ড ৷ একটি ছবিতে তো তাঁর দেখা মিলল কাউ বয় টুপিতেও ৷ সব মিলিয়ে বাবা-মেয়ের এই সুন্দর কেমিস্ট্রি বেশ উপভোগ করেছেন নেটিজেনরাও ৷

ডিনার টেবিলে চাঙ্কি

আরও পড়ুন: মদন মিত্র, পার্থ ভৌমিকের পর এবার পর্দায় অর্জুন সিং ! থাকতে পারেন সোহেলের 'বারাকপুর' সিরিজে

অনন্যা পাণ্ডের অভিনয়ের কথা বলতে গেলে তাঁকে আগামিদিনে দেখা যাবে বিক্রমাদিত্য় মোটওয়ানির ছবিতে ৷ সাইবার ক্রাইম নিয়ে তৈরি এই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ড্রিম গার্ল 2' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গী ছিলেন আয়ুষ্মান খুরাণা ৷ ছবিটি বক্স অফিসেও বিপুল সাফল্য় পায় ৷ একইসঙ্গে তাঁর অভিনয়ের জন্য়ও বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details