কলকাতা, 29 নভেম্বর: কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে এবার দেখা যাবে 'প্রধান' ছবিতে ৷ দেব, সোহম, সৌমিতৃষা অভিনীত এই ছবিতে রয়েছেন কাউন্সিলরও । আগামী 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ।
ইংরেজি সাহিত্যের ছাত্রী অনন্যা ছোটবেলায় বাণীচক্রে নাচ শিখতেন । এরপর শুরু করেন মডেলিং । ইংরেজি সাহিত্যের ছাত্রী অনন্যার মডেলিংয়ে আসা নিয়ে উত্তর কলকাতার বাড়িতে ঝড় উঠেছিল । পেশাদারি জীবনের শুরুতে বিমান পরিষেবায় কেবিন ক্রুর মেম্বার ছিলেন । পাশাপাশি চুটিয়ে করতেন মডেলিংও । 2000 সালে 'মিস ক্যালকাটা' হন তিনি । এরপর সরাসরি রাজনীতির মঞ্চে চলে আসেন ।
এবার রূপোলি পর্দায় পা রাখলেন অনন্যা । অভিজিৎ সেন পরিচালিত আসন্ন বাংলা ছবি 'প্রধান'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ছবিতেও রয়েছেন তিনি । সেখানে তাঁর চরিত্রের নাম আভা সেন । এরপর লাইনে আছে দুলাল দে পরিচালিত ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ'। সুতরাং, এই মুহূর্তে সিনেমার জগতে বেশ ব্যস্ত অনন্যা বন্দ্যোপাধ্যায় ।
'প্রধান' ছবিতে কোন চরিত্রে দেখা যাবে তাঁকে ? এর উত্তরে তিনি বলেন, "এই ছবিতে রাজনৈতিক এবং সামাজিক সব দিকই উঠে এসেছে । যে দায়িত্ব, কর্তব্যের কথা তুলে গল্পটা তৈরি হয়েছে তার সঙ্গে আমিও জড়িয়ে আছি । দেবের সঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখা হয়েছে । এবার দেখা হল শুটিং ফ্লোরে । ভালো লেগেছে ।"