মুম্বই, 25 অগস্ট:লাগাতার বক্সঅফিসে ব্যর্থতা, বয়কট স্লোগান নিয়ে এখন রীতিমতো জর্জরিত বলিউড ৷ মুখ থুবড়ে পড়েছে একের পর এক সুপারস্টারদের ছবি ৷ আলিয়ার 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' আর বিবেক অগ্নিহোত্রী 'দ্য কাশ্মীর ফাইলস'-কে দূরে সরিয়ে রাখলে অক্ষয় কুমার, আমির খান, অজয় দেবগণ, রণবীর কাপুর প্রত্যেকের ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷
অন্যদিকে একের পর এক প্যান-ইন্ডিয়া দক্ষিণী ছবি বাজারে ভীষণরকম সফল ৷ 'কেজিএফ 2', 'পুষ্পা', 'আরআরআর'-এর নাম মানুষের মুখে মুখে ৷ ফের একবার এমনই একটি অ্য়াকশন প্যাকড এন্টারটেইনার 'লাইগার' ছবির হাত ধরে বিজয় দেবেরাকোণ্ডা পা রাখলেন বলিউডে (Vijay Deverkonda Bollywood debut)৷ প্রথম দিন কেমন সাফল্য পাবে তা জানতে অবশ্য় জানতে কিছুটা সময় লাগবে(Ligar movie release ) ৷
তবে ইটিভি ভারতের প্রতিনিধি কীর্তিকুমার কদমের সঙ্গে ছবি মুক্তির ঠিক আগে নিজের অনুভূতি শেয়ার করে নিয়েছেন দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডা (exclusive interview with Vijay Devarakonda )৷ বিজয় বলেন, "'লাইগার' ছবির মাধ্যমে বলিউডে আমার অভিষেক হচ্ছে । আমি খুব ভালো অভ্যর্থনা পাচ্ছি ৷ ইন্ডাস্ট্রির সমর্থন তো বটেই দর্শকদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পাচ্ছি । আসলেই আমি ভাবছি কেন এত মানুষ আমাকে এত ভালোবাসে । যদিও আমি এর আগে কোনও হিন্দি ছবি করিনি, আমি এবং অনন্যা যেখানেই যাই সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে । জানি না বলিউডের দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া কীভাবে পাব । "
তিনি আরও বলেন, "কেউ বলছেন আমার ইনোসেন্স তাঁদের পছন্দ কেউ বলেছেন আমার স্টাইল তাঁদের পছন্দ ৷ আসলে এখানে অনেকেই আমার ছবিগুলি প্রথম ডাব-ভার্সনে দেখেছেন এবং সেগুলি দারুণ পছন্দ করেছেন ৷" 'লাইগার' ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কী রকম তা বলতে গিয়ে বিজয় বলেন, "যখন পুরী স্যার আমাকে এই বিষয়ে বলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই । তিনি আমার চোখের সামনে পুরো ছবিটা তৈরি করে দিয়েছিলেন । কিন্তু কীভাবে এই চরিত্রে অভিনয় করা যায় তা নিয়ে তখন ভাবতে শুরু করি । আমি কী করব সে সম্পর্কে আমার ধারণা ছিল কিন্তু আমি জানতাম না কীভাবে করব । ছবিতে অনেক অ্যাকশন আছে তাই আমাকে শারীরিকভাবে ভীষণ ফিট থাকতে হয়েছে ।"