ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

An Action Hero Trailer: সামনে এল আয়ুষ্মানের 'অ্যান অ্যাকশন হিরো' ট্রেলার - Ayushmann Khurrana New Film An Action Hero

সামনে এল আয়ুষ্মান খুরানা এবং জয়দীপ আহলাওয়াতের আসন্ন ছবি 'অ্যান অ্যাকশন হিরো' ট্রেলার ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 2 ডিসেম্বর(Ayushmann Khurrana An Action Hero trailer)৷

An Action Hero Trailer
সামনে এল আয়ুষ্মানের 'অ্যান অ্যাকশন হিরো'-র ট্রেলার
author img

By

Published : Nov 11, 2022, 4:28 PM IST

মুম্বই, 11 নভেম্বর:আয়ুষ্মান খুরানা এবং জয়দীপ আহলাওয়াতের আসন্ন ছবি 'অ্যান অ্যাকশন হিরো' পর্দায় আসতে চলেছে আগামী 2 ডিসেম্বর(Ayushmann Khurrana An Action Hero trailer)৷ মুক্তির তারিখ যতই এগিয়ে আসছে ততই আগ্রহ বাড়ছে এই ছবি নিয়ে ৷ শুক্রবার ছবির ট্রেলার সামনে আনলেন নির্মাতারা ৷ এই ট্রেলারে আয়ুষ্মান খুরানাকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে ৷

ট্রেলার বুঝিয়ে দেয় এই ছবিতে অ্য়াকশন রয়েছে যথেষ্ট পরিমাণে ৷ ছবির নায়কের বাস্তব জীবন ঠিক কেমন হতে পারে তারই কিছুটা আভাস দেবে এই ছবি ৷ একদিকে যেমন ফুটিয়ে তোলা হবে আয়ুষ্মানের চরিত্রটির রিল লাইফ তেমনই ফুটে উঠবে তাঁর রিয়েল লাইফের টানা পোড়েনের কথাও ৷ ট্রেলারে রয়েছে দারুণ এক রহস্য়ের আভাসও ৷ কারণ রয়েছে একটি হঠাৎ খুনের ঘনঘটাও ৷ যা সামনে বের করে আনবে পর্দায় নায়কের আসল চেহারা ৷

তাহলে কি ডক্টর জ্যাকেল আর মিস্টার হাইডের কোনও রূপ দেখতে চলেছেন দর্শকরা ? তা জানা যায়নি ৷ তবে এখন দেখার এটাই যে ছবিতে সেই রহস্য়ের জাল ঠিক কীভাবে বুনবেন নির্মাতারা ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের ছবির ট্রেলারের একটি স্পেশাল স্ক্রিনিংয়েরও আয়োজন করা হয়েছিল নির্মাতাদের তরফে (Ayushmann Khurrana An Action Hero trailer) ৷

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ আইয়ার ৷ ছবিটি সম্পর্কে বলতে গিয়ে, পরিচালক অনিরুদ্ধ এর আগেই বলেছিলেন, "অ্যান অ্যাকশন হিরো নিয়ে আমাদের যা চিন্তাভাবনা ছিল তা জীবন্ত করে তুলেছেন আয়ুষ্মান এবং জয়দীপ। দু'জনেই দুর্দান্ত অভিনেতা ৷ আমরা যে সময়সূচি ঠিক করেছিলাম তা এখনও পর্যন্ত বেশ ফলপ্রসূ হয়েছে। ফলাফল যা হয়েছে তা নিয়ে আমি খুশি (Ayushmann Khurrana New Film An Action Hero)।"

আরও পড়ুন:দ্বিতীয়বার মা হলেন টেলি অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্য়ায়

ছবির উপস্থাপনার দায়িত্বে রয়েছে গুলশন কুমারের টি-সিরিজ এবং আনন্দ এল রাই ৷ আর ছবির প্রযোজনার দায়ভার রয়েছে কালার ইয়েলো প্রোডাকশন, আনন্দ এল রাই, ভূষণ কুমার এবং কৃষণ কুমারের ওপর। এ বছর জানুয়ারিতে লন্ডনে শুরু হয়েছিল এই ছবির শুটিং ৷

ABOUT THE AUTHOR

...view details