কলকাতা, 13 নভেম্বর: "কিতনে আদমি থে?" প্রায় 50 বছর পেরিয়েও এই সংলাপ আজও সবার মুখে মুখে ঘোরে ৷ অভিনেতা আর নেই, কিন্তু বেঁচে আছে তাঁর এই বিখ্যাত সংলাপ ৷ অভিনয়ের জোরে নেগেটিভ চরিত্রে থেকেও যিনি তৈরি করেছিলেন নিজের একটা আলাদা অস্বিত্ব ৷ ভিলেন হয়েও তিনি দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন ৷ বলছি আমজাদ খানের কথা (Amjad Khan Birth Anniversary)৷ এবছর তাঁর 82তম জন্মবার্ষিকী ।
প্রায় দু দশকের কর্মজীবনে আমজাদ অভিনয় করেছেন 130টিরও বেশি চলচ্চিত্রে । তবে বিভিন্ন ফিল্মে বারবার তিনি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন ৷ শোনা যায়, তাঁদের অফ-স্ক্রিন কেমিস্ট্রিও ছিল অসাধারণ ৷
আমজাদের (Amjad Khan) জন্মদিনে তাঁর ও অমিতাভের কালজয়ী কয়েকটি অন-স্ক্রিন যুগলবন্দির দিকে নজর রাখব...
শোলে
শোলে (Sholay) বলিউডের সর্বকালের অন্যতম এক আইকনিক ছবি । রমেশ সিপ্পির পরিচালিত ছবিটি 1975 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় । এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কুমার এবং আমজাদ খান । এতগুলো বড় নাম থাকা সত্ত্বেও, নেগেটিভ চরিত্র গব্বর সিং-এর ভূমিকায় সবাইকে পেছনে ফেলে দিয়েছেন আমজাদ খান ৷
সত্তে পে সত্তা
রাজ এন. সিপ্পি দ্বারা পরিচালিত সত্তে পে সত্তা একটি কমেডি-ড্রামা অ্যাকশন ফিল্ম । ছবিটি মুক্তি পায় 1982 সালে ৷ অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং আমজাদ খান অভিনীত ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে দেয় ৷