পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Amitabh-Jaya Anniversary: একসঙ্গে ঘুরবেন বলে তড়িঘড়ি বিয়ে, অমিতাভের সঙ্গে প্রেমকাহিনী নিয়ে নাতনিকে আর কী কী বললেন জয়া? - Amitabh Jaya Anniversary

অমিতাভের সঙ্গে বিয়েই দিতে চাননি জয়ার বাবা ৷ নাতনি নব্যা নাভেলি নন্দার পডকাস্ট শোতে তাঁর বিয়ের গল্প খুলে বললেন জয়া বচ্চন ৷

Amitabh Jaya 50th Marriage Anniversary
বিয়ের ফিল্মি কাহিনি ফাঁস করলেন জয়া

By

Published : Jun 3, 2023, 5:14 PM IST

হায়দরাবাদ, 3 জুন: জীবনের ময়দানে হাফসেঞ্চুরি পার করেছেন বহু আগেই এবার দাম্পত্য় জীবনের হাফসেঞ্চুরি পার করে ফেললেন অমিতাভ বচ্চন ৷ বাঙালি কন্যা জয়ার সঙ্গে 'বিগ বি' কাটিয়ে ফেললেন 50টি বসন্ত ৷ অমিতাভ-জয়া জুটি যেমন বিখ্যাত রূপোলি পর্দায়, তেমনই তাঁদের বাস্তব জীবনের আখ্যানও কিন্তু কম চর্চিত নয় ৷ 1973 সালে আজকের দিনেই মুম্বইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 'বিগ বি' ৷

সম্প্রতি তাঁদের বিয়ের এই কাহিনি ফাঁস করেছেন অভিনেত্রী জয়া বচ্চন নিজেই ৷ পর্দার সুপারস্টার অমিতাভের নিজের বিয়ের কাহিনিতেও রয়েছে ছায়াছবির ছোঁয়া ৷ ছায়াছবিতে বহুক্ষেত্রেই দেখা যায় নায়ক বা নায়িকার বাবা মেনে নেন না সন্তানের প্রেমের সম্পর্ক ৷ বহু সাধ্যসাধনার পর রাজি হন সেই বাবা ৷ তারপর আর কী? 'মধুরেণ সমাপয়েৎ' ৷ এমন গল্প দেখলে সাধারণত কমার্শিয়াল সিনেমার ক্লিশে ছকই মনে হয় ৷ তবে ঠিক এমন ঘটনা ঘটেছিল অমিতাভ-জয়ার ক্ষেত্রেও ৷

সম্প্রতি জয়া নাতনি নব্যা নাভেলি নন্দার পডকাস্ট শো'য়ে অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর বিবাহের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্তে তাঁর বাবা মোটেও খুশি ছিলেন না ৷ জয়া বলেন, "আমি অমিতাভকে বলেছিলাম, তোমাকেই আমার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে হবে ৷ ও ফোন করেছিল ৷ তবে আমার বাবা এটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না। তিনি কখনই চাননি যে আমি তাড়াতাড়ি বিয়ে করি ।"

কিন্তু অমিতাভের মতো পাত্র পাওয়া তো হাতে চাঁদ পাওয়ার চেয়ে কম কিছু নয় ৷ তবে কেন জয়ার বাবা মানতে পারেননি এই সম্পর্ক ৷ জয়া বলেন, "আমরা তিন বোন ছিলাম ৷ বাবা আমাকে বলেছিলেন, শুধু পড়াশুনা করার জন্য, বিয়ে করার জন্য আর সন্তান প্রতিপালনের জন্য় আমি তোমাদের পৃথিবীতে আনিনি ৷ আমি চাই আমার তিন মেয়ে কিছু করুক ৷" বিগ বি'কে কঠিন পরিশ্রম করতে হয়েছিল তাঁকে রাজি করাতে একথাও মেনে নিয়েছেন জয়া ৷

আরও পড়ুন:'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করলেন দেব

তাঁদের বিয়ে কিন্তু হওয়ার কথা ছিল অক্টোবরে, কিন্তু তাঁরা বিয়ে সেরে ফেলেন জুনেই ৷ এরও কারণ নাতনির কাছে খুলে বলেছেন জয়া ৷ অভিনেত্রী সাংসদ জানান, আসলে 'জঞ্জীর' ছবির সাফল্যের পর তাঁরা একসঙ্গে ঘুরতে যেতে চেয়েছিলেন কিন্তু বেঁকে বসেন অমিতাভের বাবা ৷ তাঁর কথা একটাই, বাইরে ঘুরতে যেতে হলে বিয়ে করে তবেই জয়াকে নিয়ে যেতে পারবেন অমিতাভ ৷ আর সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়ের পিঁড়িতে বসতে হয় বিগ বি'কে ৷ আর 3 জুন জয়া ভাদুড়ি হয়ে যান বচ্চন পরিবারের অন্যতম অংশ ৷

ABOUT THE AUTHOR

...view details