কলকাতা, 25 সেপ্টেম্বর: তিনি বাংলার জামাই ৷ তাই বাংলার প্রতি একটু আলাদা আবেগ তাঁর আছে ৷ বাংলা ছবির প্রতিও তাঁর টান মোটেই কম নয় ৷ এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জন্য তাঁকে শুভেচ্ছো জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ আর এবারও 'দশম অবতার' ছবির ট্রেলার দেখার পর অনুজ অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বলিউডের শাহেনশা ৷ সোমবার সকালে তাঁর টুইটে উঠে এল সেই কথাই ৷
রবিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দশম অবতার'-এর ট্রেলার ৷ 'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা' ছবির এই প্রিক্যুয়াল সবদিক থেকেই বিশেষ হতে চলেছে৷ কারণ ইন্সপেক্টর পোদ্দার এবং প্রবীর রায়চৌধুরী এবার একসঙ্গে ৷ আর ছবিতে সিরিয়াল কিলারের ভূমিকায় যিশু সেনগুপ্ত ৷ বোঝাই যায় ঠিক কতখানি জমজমাট হতে চলেছে গল্প ৷ গল্পের সিরিয়াল কিলার নাকি নিজেকে বিষ্ণুর 'দশম অবতার' মনে করে ৷ আর তাই সে ব্যস্ত সমাজের জঞ্জাল সাফ করতে ৷ সেই কারণেই একের পর এক খুন ৷ প্রসেনজিৎ এবং অনির্বাণ কি পারবেন রহস্যের জট ছাড়াতে ? উত্তর দেবে সময় ৷