হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া'র বদলে দেশের নতুন নাম 'ভারত' করার কথা ভাবছে কেন্দ্র ৷ এ কথা জানাজানি হতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে ৷ এবার এই প্রশ্নে ঘুরপথে সরকারকে সমর্থন জানালেন বলিউডের বিগ বচ্চন ৷ অমিতাভ বচ্চন মঙ্গলবার একটি টুইটে লেখেন,'ভারত মাতা কি জয় ৷' আর তার সঙ্গে তেরঙা পতাকার একটি ইমোজিও শেয়ার করেন তিনি ৷ তাঁর এই ছোট্ট টুইটটি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনেকেই তাঁর এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন ৷ কেউ কেউ আবার বাঁকা চোখেও দেখছেন বিষয়টিকে ৷
যদিও তিনি যে এই বিতর্কেই তাঁর মতামত ব্যক্ত করছেন তেমন কোনও উল্লেখ করেননি অমিতাভ ৷ তবে নেটিজেনদের অনুমান সাম্প্রতিকতম বিতর্ক নিয়েই ঘুরপথে সরব হয়েছেন অভিনেতা ৷ সম্প্রতি কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, আগামী 9 সেপ্টেম্বর জি 20 সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' নয় লেখা হয়েছে 'প্রেসিডেন্ট অফ ভারত' ৷ অর্থাৎ নাম বদলের কথা যে কেন্দ্র ভাবতে শুরু করেছে তা একরকম স্পষ্ট ৷ সেই থেকেই শুরু হয় বিতর্ক ৷