মুম্বই, 9 অক্টোবর:তাঁর ব্যারিটোন কণ্ঠের আবেদন মন ছুঁয়ে যায় দর্শকদের (Baritone voice)৷ গানের গলাও মন্দ নয় ৷ সেই কারণে গানে, সংলাপে অভিনয়কে যেন পরিপূর্ণতা দেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Turns 80)৷ অথচ যে কণ্ঠ তাঁর সাফল্যের অন্যতম হাতিয়ার, তা ব্যতিরেকেই বেশ কয়েকবার অভিনয়ের চ্যালেঞ্জ তাঁর দিকে ছুড়ে দিয়েছেন চিত্রনির্মাতারা ৷ তবে আশ্চর্য দক্ষতায় নীরব সেই মুহূর্তগুলিকেও বাস্তব রূপে ফুটিয়ে তুলেছেন বিগ বি ৷ 11 অক্টোবর তাঁর 80তম জন্মদিন ৷ তার প্রাক্কালে চোখ বুলিয়ে নেব তাঁর এমনই কিছু কালজয়ী ছবির নীরব দৃশ্যের দিকে (Silence speak louder)৷
ছবিতে সংলাপ তো থাকবেই ৷ তবে এমন বহু সময় আসে যখন কোনও দৃশ্যকে মূর্ত করে তুলতে সংলাপের থেকেও বেশি জরুরি হয়ে ওঠে নিস্তব্ধতা (Amitabh Turns 80)৷ তখনই অভিনেতার প্রকৃত দক্ষতা প্রকাশের সময় আসে ৷ বলিউডের শাহেনশার এমনই কিছু নীরব দৃশ্যের দিকে নজর রাখব...
পিকু (2015) - সুজিত সরকারের পরিচালনায় এই ছবিতে দীপিকা পাড়ুকোনের অত্যন্ত বিদ্বেষপূর্ণ বাবার ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ৷ এই ছবিতে মৃত্যু এবং রোগের প্রতি বিগ বি-র অবসেশন পিকুর জন্য বিরক্তির একটি প্রধান কারণ । দর্শকরা জানেন যে, চলচ্চিত্রে চূড়ান্ত প্রস্থান হয়ে গিয়েছে অমিতাভের ৷ কিন্তু তবুও যখন তাঁরা কলকাতায় যাচ্ছেন, তখন বিগ বিকে পিছনের আসনে ঘুমোতে দেখা যায় ৷ এবং এক মুহূর্তের জন্য আমরা মনে করি অনিবার্য মুহূর্তটি এসে গিয়েছে । দৃশ্যটি বিগ বি, দীপিকা এবং ইরফান খান অভিনীত স্লাইস অফ লাইফ ড্রামা-এর সেরা দৃশ্যগুলির মধ্যে অন্যতম ৷
সত্তে পে সত্তা (1982) -গ্রামীণ রোম্যান্সে ভরা এই ছবিতে দুষ্ট চরিত্রের বচ্চন জেলে থাকার কারণে কিছুটা অসহায় হয়ে পড়েছেন ৷ তবুও তিনি যেভাবে জেলের গেট থেকে বেরিয়ে আসার জন্য, স্বাধীনতার প্রথম নিঃশ্বাস নেওয়ার জন্য এবং ধীরে ধীরে তাঁর পথ চলার দৃশ্যটি অনবদ্য ৷
কালিয়া(1981) - পারভিন বাবিকে কীভাবে শাড়ি পরতে হয় তা শেখানোর পরে, অমিতাভ তাঁকে তাঁর শ্যালিকার (আশা পারেখ) সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁকে বাড়িতে নিয়ে আসেন । তিনি সঙ্গে সঙ্গে বাবিকে একটি রান্নার কাজ করতে বলেন ৷ বচ্চন কীভাবে একটি ডিম ফাটাতে হয় তা অনুকরণের মাধ্যমে নির্দেশ দিতে থাকেন ৷ তাঁকে সাহায্য করার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁর বিরক্তি তাঁর জন্য কিছু অপ্রত্যাশিত এবং বিব্রত হওয়ার মতো পরিণতির দিকে নিয়ে যায় দৃশ্যটিকে ।