হায়দরাবাদ, 21 জুলাই: এর আগেও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন কাহিনি উঠে এসেছে বড়পর্দায় ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি ৷ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয় ৷ এবার আরও একবার প্রধানমন্ত্রীর জীবনের আসতে চলেছে বড়পর্দায় ৷ শোনা যাচ্ছে এইবার নির্মাতারা পর্দার মোদি হিসাবে বেছে নিতে চলেছেন অমিতাভ বচ্চনকে ৷ ছবির পরিচালনার দায়িত্ব থাকছেন প্রেরণা অরোরা ৷
এর আগে 'টয়লেট: এক প্রেম কথা', 'প্যাড ম্যান', 'কেদারনাথ' এবং 'পরী'-র মতো ছবি পরিচালনা করেছেন প্রেরণা অরোরা ৷ সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, যেহেতু ভারতীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের সবচেয়ে বলিষ্ঠ, সুন্দর এবং বর্ণময় মানুষ তাই তাঁকে নিয়েই ছবি তৈরি করতে চান তিনি ৷ এই সাক্ষাৎকারেই বিগ বি'র নামও তুলে এনেছেন তিনি ৷ তিনি বলেন, "একমাত্র অভিনেতা যিনি এই চরিত্রে অভিনয় করতে পারেন তিনি হলেন অমিতাভ বচ্চন ৷" জানা গিয়েছে তাঁর সঙ্গে কথাও বলছেন নির্মাতারা ৷