পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Big B thanks Elon Musk: 'তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক', ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বচ্চনের - ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বচ্চনের

অমিতাভকে ব্লু টিক ফিরিয়ে দিল টুইটার ৷ ইলনকে ধন্যবাদ জানাতে গিয়ে টুইটারে কর্তাকে জড়িয়ে রসিকতা করতেও ছাড়লেন না বিগ বি ৷

Big B thanks Elon Musk
টুইটারে ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বিগ বির

By

Published : Apr 22, 2023, 12:51 PM IST

Updated : Apr 22, 2023, 2:56 PM IST

মুম্বই, 22 এপ্রিল: গতকালই টুইটারে তাঁর নামের পাশ থেকে ব্লু টিক মার্ক মুছে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ রসিকতার সুরে ইলনকে ব্যঙ্গ করেন তিনি ৷ এবার তাঁর ব্লু টিক মার্ক ফিরিয়ে দেওয়ার পরেও ইলনকে ঠিক একই রসিকতার সুরেই ধন্যবাদ জানালেন বিগবি ৷ শুধু তাই নয় মাস্ককে উদ্দেশ্য় করে তিনি গানও গাইলেন 'তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক' ৷ পেড ব্লু সার্ভিস না-নেওয়ায় শুধু অমিতাভ নয় সচিন থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত অনেকেরই ব্লু টিক সরিয়ে দেওয়া হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধিদেরও ব্লু টিক খোয়া গিয়েছে। এবার ব্ল টিক ফিরে পেলেন বলিউডের শাহেনশা ।

শুক্রবারই এইভাবে টুইটারের মালিক ইলন মাস্ককে ধন্য়বাদ জানান অভিনেতা ৷ উত্তরপ্রদেশের বাসিন্দারা যেভাবে কথা বলেন সেই ভঙ্গিমা নকল করে বিগবি এদিন একটি জনপ্রিয় হিন্দি গানের প্য়ারডি তৈরি করেছেন মাস্ককে ধন্যবাদ জানাতে ৷ পুরোনো হিন্দি ছবির জনপ্রিয় গান 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত'-কে ভেঙেই এই প্য়ারোডিটি তৈরি করেছেন তিনি ৷

অমিতাভ লেখেন, "হ্যালো মাস্ক ভাই আমার নামের পাশে নীল কমল আবার ফিরে এসেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই! এবার বলি কি ভাই আমার না গান গাইতে খুব ইচ্ছা করছে ৷ গাইব! আচ্ছা এই নাও শোনো, তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক ৷" ব্লু টিক নিয়ে অমিতাভ আরও বেশ কয়েকটি টুইট করেছিলেন এই নিয়ে ৷

অমিতাভ এর আগেই জানিয়েছিলেন, ব্লু টিক ফিরে পাওয়ার জন্য তিনি তো ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছেন ৷ এবার কি তাঁকে এই চেকমার্কটি ফিরে পেতে পায়ে পড়তে হবে? তাঁর সেই টুইটুও ভীষণভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ৷ গতবছর টুইটারের নতুন মালিক হন ইলন মাস্ক ৷ তিনি দায়িত্বে আসার পর থেকেই বেশকিছু নতুন সিদ্ধান্ত নেন ৷ তারই একটি হল এবার থেকে ব্লু টিক পেতে গেলে মাসে 8 ডলার দাম দিতে হবে সকলকেই ৷ আলাদা করে কোনও সেলেব নয় পয়সা সকলেই পাবেন ব্লু টিক ৷ এই সিদ্ধান্তের জেরেই যাঁরা এই সাবস্ক্রিপশন নেননি তাঁদের ব্লু টিক তুলে নেয় টুইটার কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:লেন্সবন্দি পর্দার 'অমর প্রেম', সলমনের সঙ্গে ঈদ উদযাপন আমিরের

Last Updated : Apr 22, 2023, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details