পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Uunchai First Look: উঁচাই-এর প্রথম পোস্টার প্রকাশে বন্ধুত্বের উদযাপন বিগ বি-র - বন্ধু দিবস

বন্ধু দিবসে (Friendship Day) নিজের আপকামিং ফিল্ম উঁচাই-এর প্রথম পোস্টার (Uunchai First Look) প্রকাশ করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Uunchai first look)৷ জানালেন এ ভাবেই করলেন বন্ধুত্বের উদযাপন (Amitabh Bachchan sahres Uunchai poster)৷

Amitabh Bachchan-shares-uunchai-first-look-on-friendship-day-calls-it-journey-that-celebrates-friendship
উঁচাই-এর প্রথম পোস্টার প্রকাশে বন্ধুত্বের উদযাপন বিগ বি-র

By

Published : Aug 7, 2022, 5:50 PM IST

মুম্বই, 7 অগস্ট: বন্ধুত্বের দিনে (Friendship Day) তাঁর ভক্তদের বিশেষ উপহার দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Uunchai first look)৷ তাঁর আপকামিং ফিল্ম 'উঁচাই'-এর প্রথম পোস্টার প্রকাশ (Uunchai First Look) করলেন বলিউডের শাহেনশাহ ৷

নিজের টুইটার হ্যান্ডেলে এই পোস্টার প্রকাশ করেন বিগ বি (Amitabh Bachchan sahres Uunchai poster)৷ জানিয়ে দেন যে এ ভাবেই বন্ধু দিবসের উদযাপন করছেন তিনি ৷ 'উঁচাই'-এর প্রথম পোস্টার প্রকাশ করে বলিউডের মেগাস্টার লেখেন, "আমাদের আপকামিং ফিল্ম উঁচাই-এর প্রথম ভিস্যুয়াল দিয়ে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করুন ৷ বন্ধুত্বের উদযাপনে আমাদের এই সফরে আমার, অনুপম খের ও বোমান ইরানির সঙ্গে যোগ দিন ৷ এই মুভি 11.11.22 তারিখে কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷"

79 বছরের অভিনেতা প্রকাশ করা পোস্টারে দেখা যাচ্ছে, তুষারের চাদরে ঢাকা হিমালয়ের দুর্গম পথে অনুপম খের ও বোমান ইরানির সঙ্গে ট্রেকিং করছেন অমিতাভ বচ্চন ৷ টিজার পোস্টারের ট্যাগলাইনে লেখা, "তাঁদের একমাত্র অনুপ্রেরণা ছিল বন্ধুত্ব ৷"

আরও পড়ুন:অনুরাগীদের সুখবর শোনানোর পর প্রথমবার একসঙ্গে দেখা মিলল 'রণলিয়া'-র

সুরজ বরজাতিয়া পরিচালিত 'উঁচাই'তে অতিথি শিল্পী হিসেবে থাকছেন, নীনা গুপ্তা, সারিকা, পরিণীতি চোপড়া, নাফিসা আলি সোধি ও ড্যানি ৷ ছবিটি মুক্তি পাচ্ছে 11 নভেম্বর ৷

2015 সালে সলমন খান ও সোনম কাপুর আহুজার প্রেম রতন ধন পাও-র পর উঁচাই দিয়েই ফের বড় পর্দায় ফিরছেন পরিচালক সুরজ বরজাতিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details