মুম্বই, 8 মার্চ: তাঁর ব্লগে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট জানালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Misses Holi Celebrations)৷ বাড়িতে হোলির উদযাপন তিনি কতটা মিস করেছেন, তাও জানিয়েছেন তিনি । বিগ বি লিখেছেন, "বাড়ির পরিবেশে নিস্তেজ থাকা এবং সমস্ত ধরনের শারীরিক কার্যকলাপ থেকে বিরত থাকা...দিনের উত্সবে অংশ নিতে অক্ষমতা.. এবং হোলির আনন্দ যা এত সুন্দরভাবে উদযাপন করা হয়েছিল..সব মিস হয়ে গেল..৷"
অমিতাভ বচ্চন ব্লগে জানিয়েছিলেন যে, হায়দরাবাদে তাঁর আসন্ন ছবি প্রজেক্ট কে-এর শুটিংয়ের সময় তিনি গুরুতর আহত হন । তাঁর পাঁজরের তরুণাস্থি ভেঙে গিয়েছে এবং তাঁর ডান পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে । তাঁকে মুম্বইতে ফিরিয়ে আনা হয়েছিল এবং বর্তমানে মুম্বইতে তাঁর বাড়িতে বিশ্রামে আছেন ।
দীপাবলি এবং হোলিতে বচ্চন পরিবার প্রতি বছর তাঁদের বাড়িতে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য জমকালো পার্টির আয়োজন করেন । এ কথা উল্লেখ করে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, হোলির আনন্দে সবাই যেভাবে নৃত্য ও সঙ্গীতের মধ্যে ডুবে গিয়ে আনন্দ উদযাপন করেন, তা বর্তমান পরিস্থিতিতে আর সম্ভব নয় বলে জানিয়েছেন বলিউডের শানেহশা ৷