পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Amitabh Misses Holi Celebrations: কেমন আছেন ? জানালেন অমিতাভ, মিস করেছেন হোলি - Amitabh Bachchan accident

অমিতাভ বচ্চন (Amitabh Misses Holi Celebrations) হায়দরাবাদে 'প্রজেক্ট কে'-এর সেটে আহত হওয়ার পরে তাঁর স্বাস্থ্যের আপডেট শেয়ার করেছেন নিজের ব্লগে ।

Amitabh Misses Holi Celebrations
অমিতাভ বচ্চন

By

Published : Mar 8, 2023, 7:23 PM IST

Updated : Mar 8, 2023, 9:04 PM IST

মুম্বই, 8 মার্চ: তাঁর ব্লগে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট জানালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Misses Holi Celebrations)৷ বাড়িতে হোলির উদযাপন তিনি কতটা মিস করেছেন, তাও জানিয়েছেন তিনি । বিগ বি লিখেছেন, "বাড়ির পরিবেশে নিস্তেজ থাকা এবং সমস্ত ধরনের শারীরিক কার্যকলাপ থেকে বিরত থাকা...দিনের উত্সবে অংশ নিতে অক্ষমতা.. এবং হোলির আনন্দ যা এত সুন্দরভাবে উদযাপন করা হয়েছিল..সব মিস হয়ে গেল..৷"

অমিতাভ বচ্চন ব্লগে জানিয়েছিলেন যে, হায়দরাবাদে তাঁর আসন্ন ছবি প্রজেক্ট কে-এর শুটিংয়ের সময় তিনি গুরুতর আহত হন । তাঁর পাঁজরের তরুণাস্থি ভেঙে গিয়েছে এবং তাঁর ডান পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে । তাঁকে মুম্বইতে ফিরিয়ে আনা হয়েছিল এবং বর্তমানে মুম্বইতে তাঁর বাড়িতে বিশ্রামে আছেন ।

দীপাবলি এবং হোলিতে বচ্চন পরিবার প্রতি বছর তাঁদের বাড়িতে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য জমকালো পার্টির আয়োজন করেন । এ কথা উল্লেখ করে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, হোলির আনন্দে সবাই যেভাবে নৃত্য ও সঙ্গীতের মধ্যে ডুবে গিয়ে আনন্দ উদযাপন করেন, তা বর্তমান পরিস্থিতিতে আর সম্ভব নয় বলে জানিয়েছেন বলিউডের শানেহশা ৷

অমিতাভ তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের কথা উদ্ধৃত করে বলেন, তিনি তাঁর একজন ভক্তের কাছ থেকে প্রশংসার চিঠি পান । তিনি তাঁর বাবার কথা উদ্ধৃত করে বলেছেন, "'আমার কাজের ভুল এবং অপছন্দগুলি আমাকে বলুন ... আমার কাজের উজ্জ্বলতা এবং ভালো সম্পর্কে অন্যদের বলুন ...৷" অন্য একটি উদাহরণে হরিবংশ লিখেছেন, "'যাঁরা আমাকে মহাকবি বলে.. সর্বশ্রেষ্ঠ কবি.. মহাকবি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ .. আমি মনে করি তাঁরা আমার প্রতি ব্যঙ্গাত্মক ।'"

আরও পড়ুন:কুলির শুটিংয়ে দুর্ঘটনার পর ক্লিনিক্যালি ডেড বলেছিলেন চিকিৎসকরা; অমিতাভ স্বমহিমায় ফিরেছেন, ফিরবেনও...

তাঁর বাবার কাছ থেকে এই ধরনের গুণাবলী গ্রহণ করে অমিতাভ উল্লেখ করেছেন যে তিনি তাঁকে বর্ণনা করার জন্য ব্যবহৃত বড় বড় উপমা অপছন্দ করেন । তিনি লিখেছেন, তাঁকে শতাব্দীর সেরা অভিনেতা, মহানায়ক এ সব বলে অভিহীন না করাই ভালো ৷ শুধু তাঁর নাম উল্লেখ করাই যথেষ্ট বলে মনে করেন অমিতাভ ৷

Last Updated : Mar 8, 2023, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details