মুম্বই, 17 ডিসেম্বর: নাতনির পারফরম্যান্স দেখে দারুণ খুশি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যর কন্যা আরাধ্যার পারফরম্যান্স মুগ্ধ করেছে ঠাকুরদা অমিতাভকে ৷ নাতনির প্রশংসায় পঞ্চমুখ বিগ বি ৷ আরাধ্যাকে দরাজ সার্টিফিকেট দিয়ে বিগ বি বলেছেন, মঞ্চে খুবই সাবলীল ছিল তাঁর নাতনি ৷
নাতনিকে নিয়ে তাঁর আনন্দের কথা ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা ৷ সেখানে তিনি লিখেছেন, "বংশধরের কৃতিত্বে গর্বিত এবং খুশি।" নিজের ব্লগে এ প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, "আমি শীঘ্রই আপনাদের সঙ্গে থাকব । আমি আরাধ্যার স্কুলে কনসার্ট এবং পারফরম্যান্স দেখতে ব্যস্ত । এটা আমাদের সকলের জন্য আনন্দের এবং গর্বের মুহূর্ত । মঞ্চে একেবারে সাবলীল ছোট্ট একজন । তবে এখন আর সে ছোট নয় ৷"
স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যা বচ্চনের পারফরম্যান্সের অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেগুলির মধ্যে একটিতে, মিউজিক্যাল একটি নাটকে ইংরেজিতে সংলাপ বলতে দেখা যায় আরাধ্যাকে । আর সেই দারুণ মুহূর্তকে তখন ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে মা ঐশ্বর্যা রাইকে ৷