মুম্বই, 21 এপ্রিল :15 বছরের দাম্পত্য জীবন পালন করে ফেললেন তাঁর পুত্র ও পুত্রবধু ৷ কিন্তু তিনি আজও একইরকম চিরসবুজ এবং চিরনবীন ৷ পর্দার মতো বাস্তবেও প্রতিদিন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অবিরাম প্রয়াস করতে থাকেন ৷ আর সেই জন্য়ই তিনি ইন্ডাস্ট্রির 'বিগ বি' ৷
সোশ্য়াল মিডিয়াতেই বরাবরই বেশ অ্যাকটিভ অমিতাভ বচ্চন ৷ আর এবার তিনি চ্যালেঞ্জ নিলেন উঠতি তারকা টাইগার শ্রফের সঙ্গে (Amitabh Practices The Kicking Skills of Tiger)৷ আসলে টাইগার শ্রফের কিক এবং অন্য়ান্য স্টান্ট সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে ভীষণই জনপ্রিয় ৷ শুধু তাই নয় এই অ্যাকশন হিরোর অ্যাক্রোব্যাটিক স্কিলও দেখার মত ৷ সব সময় নতুন কিছু করার জন্য় যে আজও মুখিয়ে থাকেন 'বিগ বি' ৷ আজ তারই প্রমাণ মিলল তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্টে ৷ বৃহস্পতিবার সকালে তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করেছেন বলিউড শাহেনশা ৷ যেখানে দেখা যাচ্ছে, নানান ভঙ্গিমায় লাথি মারার অভ্যাস করছেন এই বর্ষীয়ান অভিনেতা ৷