হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর:রূপোলি পর্দায় পা রাখতে চলেছেন সংগীত শিল্পী হরিহরণের পুত্র করণ ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'পেয়ার হ্যায় তো হ্যায়' ৷ বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ আর সেই ট্রেলার লঞ্চে এগিয়ে এলেন ইন্ডাস্ট্রির আদি অকৃত্রিম সুপারস্টারঅমিতাভ বচ্চন ৷ তিনি শুভ কামনা জানালেন এই নতুন ছবির নির্মাতা ও কলাকুশলীদের ৷
এর আগে সানি পুত্র রাজবীরের ছবির প্রচারে হাত বাড়িয়ে দিয়েছিলেন সলমন খান ও ভাগ্য়শ্রী ৷ আর এবার এগিয়ে এলেন বিগ বি ৷ ট্রেলারটি শেয়ার করে বিগ বি লেখেন, "আশা করি খুব উজ্জ্বল একটি শুভারম্ভ হতে চলেছে ৷" বিগ বি’র হাত ধরে তাঁর ছবির ট্রেলার মুক্তি পাওয়ায় আপ্লুত করণও ৷ তিনি এদিন লেখেন, "আমার হাতটা এখনও কাঁপছে ৷ আমি কতখানি কৃতজ্ঞ তা বলে বোঝাতে পারব না স্যার ৷ অনেক ধন্যবাদ আপনাকে ৷ আপনার কাজ যে আমাকে কত কতবার অনুপ্রাণিত করেছে তার কোনও হিসাব নেই ৷ আমার স্বপ্ন আজ সফল হল ৷"