চেন্নাই, 3 অক্টোবর:তিন দশক পর একসঙ্গেরূপোলি পর্দায় রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন ৷ অর্থাৎ একদিকে শাহেনশা আর অন্য়দিকে থালাইভা ৷ সিনে ইন্ডাস্ট্রির জন্য় এর চেয়ে বড় খবর আর কীই বা হতে পারে ৷ এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন ঠিকই ৷ কিন্তু মাঝে কেটে গিয়েছে তিন দশকেরও বেশি সময় ৷ ঠিক 32 বছর বাদে আবার রজনী আন্না হাত ধরছেন বিগ বি'র ৷
তাঁর 170তম ছবিতে কাজ করবেন বলিউডের সিনিয়র বচ্চন ৷ মঙ্গলবার এক্সে (আগের নাম টুইটার) একটি পোস্ট করে ছবির প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন জানিয়েছে এই খবর ৷ সাম্প্রতিক এই পোস্টে নির্মাতারা লেখেন, "থালাইভার 170 (ছবির ওয়ার্কিং টাইটেল) ছবিতে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে স্বাগত জানাই ৷" 'বিগ বি' আসায় এই ছবি এক অন্য মাত্রা পাবে বলেও জানিয়েছেন তাঁরা ৷
রজনী আন্না ও বিগ বি রূপোলি পর্দায় জুটি বাঁধলেন ঠিক 32 বছর পর ৷ এর আগে মুকুল আনন্দের ছবি 'হাম' ছবিতে স্ক্রিনশেয়ার করেছিলেন এই দুই সুপারস্টার ৷ সালটা ছিল 1991 ৷ তার আগে অবশ্য় 'গ্রেফতার' ছবিতেও কাজ করেছেন দু'জনে ৷ তবে 1991 সালের পর আর একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি তাঁদের ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন টিজে জ্ঞানভেল ৷ জ্ঞানভেল এর আগে পরিচালনা করেছিলেন 'জয় ভীম' ৷
আরও পড়ুন:আমিরের প্রযোজনায় ফের একবার সানি রাজকুমার জুটি, আসছে 'লাহোর 1947'
এই ছবিতে দেখা যাবে ফeহাদ ফাসিল এবং রানা দাগ্গুবতিকেও ৷ এর আগে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে রজনীকান্ত বলেছিলেন, "পরিচালক জ্ঞানভেলের সঙ্গে আমার 'থালাইভার 170' ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ একইসঙ্গে এটা যেমন বিনোদনমূলক ছবি, তেমনই এর মধ্যে একটা সামাজিক বার্তাও আছে ৷" ছবিতে রয়েছেন ঋতিকা সিং, মঞ্জু বারিদ এবং দুসারা বিজানও । ছবিটি কবে মুক্তি পাবে, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷