পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jhund on OTT : মুঠোফোনেই দেখতে পাবেন বচ্চনের 'ঝুন্ড', শীঘ্রই আসছে ওটিটি-তে

6 মে জি 5 ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে বিগ বির সাড়া জাগানো ছবি 'ঝুন্ড' (Jhund Movie OTT Release)৷ ছবিতে স্লাম সকারের প্রতিষ্ঠাতা অধ্যাপক বিজয় বারসের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ৷

Jhund on OTT
ওটিটি-তে পা রাখতে চলেছে বিগ বির সাড়া জাগানো ছবি 'ঝুন্ড'

By

Published : Apr 21, 2022, 7:42 PM IST

মুম্বই, 21 এপ্রিল :ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের ছবি 'ঝুন্ড' ৷ 6 মে ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে এই ছবির ৷ পরিচালক নাগরাজ মঞ্জুলের তৈরি এই ছবিতে স্লাম সকারের প্রতিষ্ঠাতা অধ্যাপক বিজয় বারসের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Nagraj Manjule Film Jhund) ৷ স্লাম সকার এমন একটি প্রতিষ্ঠান যা বঞ্চিত শিশুদের সুস্থ জীবন এবং বিকাশের জন্য কাজ করে । একই সঙ্গে তাদের ফুটবল খেলার দক্ষতারও বিকাশ ঘটায় ৷ ছবিতে অঙ্কুশ গেদাম, আকাশ থোসার, রিংকু রাজগুরু এবং আরও বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন ৷

6 মে জি 5 ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'ঝুন্ড' ৷ পরিচালক নাগরাজ বলেন, " ঝুন্ড-এর একটি শক্তিশালী আখ্যান রয়েছে যা দর্শকদের আন্দোলিত করবে ! অমিতজি বাকিদের সঙ্গে নিয়ে আক্ষরিক অর্থেই চরিত্রগুলিতে প্রাণ দিয়েছেন ৷ দর্শকদের কাছ থেকে অনেক ভালবাসা পাওয়ার পর, আমি আমি আনন্দিত যে এখন দর্শকরা এটিকে জি 5-এ ডিজিটাল রিলিজের মাধ্যমে বারবার দেখতে পাবে ।"

আরও পড়ুন : টাইগার শ্রফের লাথি মারার দক্ষতা নকল করতে অনুশীলনে মগ্ন অমিতাভ, কিন্তু কেন ?

ডিজিটাল প্রিমিয়ারের দিনক্ষণ সামনে আসার পর খুশি প্রযোজক ভূষণ কুমারও ৷ তিনি জানান, ঝুন্ডের আখ্যান সমস্ত সীমানাকে অতিক্রম করে যায় ৷ এটা এমন একটি ফিল্ম যা সারা দেশে প্রচুর প্রশংসা অর্জন করেছে ৷ জি 5 তার ডিজিটাল প্রিমিয়ার করতে প্রস্তুত ৷ এর মাধ্যমে শুধু ভারতে নয় বিশ্বব্যাপী দর্শকরা ঝুন্ডের মত একটি ছবির সাক্ষী থাকতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details