হায়দরাবাদ, 6 মার্চ: 'প্রজেক্ট কে' ছবির শ্যুটিং চলাকালীন ফের দুর্ঘটনা ৷ এবার আহত হলেন অমিতাভ বচ্চন ৷ এর আগেও এই ছবির কাজ চলাকালীন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতা-অভিনেত্রীদের ৷ শ্যুটিংয়ের জন্য় অমিতাভ ছিলেন হায়দরাবাদে ৷ সেখানেই শ্যুটিং চলাকালীন চোট পান তিনি ৷ তাঁকে হাসপাতালেও ভরতি করা হয় ৷ অভিনেতার আহত হওয়ার খবর তাঁর অনুরাগীদের মধ্যে যে গভীর উদ্বেগের সঞ্চার করেছে তা বলার অপেক্ষা রাখে না ।
তাঁর চোটের কথা জানিয়ে অভিনেতা ব্লগে লিখেছেন, 'হায়দরাবাদে প্রজেক্ট কে ছবির শ্যুটিং চলাকালীন একটি অ্য়াকশন সিকোয়েন্স করতে গিয়ে আমার চোট লাগে ৷ পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের পেশি ছিঁড়ে গেছে .. শ্যুট বাতিল করা হয়েছে ৷' তিনি আরও জানানতিনি ভরতি ছিলেন এআইজি হাসপাতালে ৷ বাড়ি ফেরার জন্য় স্ট্র্যাপিং করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে বেশ কয়েকদিন বিশ্রাম করার নির্দেশ দিয়েছেন (Amitabh Bachchan Injured During Project K Shooting)৷ আপাতত তিনি মুম্বইয়ে নিজের বাড়িতেই রয়েছেন ৷
কয়েকদিন আগেই সামনে এসেছিল এই ছবির নতুন পোস্টার ৷ এই সাই-ফাই থ্রিলারটির পরিচালনা করছেন দক্ষিণ ভারতের পরিচালক নাগ অশ্বিন ৷ দীপিকা এবং প্রভাসের সঙ্গে ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিগ বি ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার বিগ বি জুটি বাঁধছেন বাহুবলী খ্য়াত অভিনেতার সঙ্গে ৷ ছবির বেশ কিছুটা শ্যুটিং হয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷
আরও পড়ুন:সাদা ব্র্যালেটে উত্তাপ ছড়ালেন মালাইকা, দেখুন লেটেস্ট ফটোশুটের ভিডিয়ো
প্রযোজক সি অশ্বিনী দত্তের 500 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির যে পোস্টার সামনে এসেছে কয়েকদিন আগে তা দেখেই বোঝা যায় পর্দায় উঠে আসবে এক অচেনা দুনিয়ার গল্প ৷ এর আগে ছবির অন্য়তম অভিনেত্রী দীপিকার জন্মদিনে নির্মাতারা ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল বন্দুক হাতে ৷ যা দেখে ছবির কাহিনির আভাস মেলে ৷ এখানে অমিতাভের চরিত্র ঠিক কেমন হতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷ তবে সবকিছুর আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ফ্যানেদের ৷ ছবিটি পর্দায় আসবে আগামী বছর 12 জানুয়ারি ৷