পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Big B Meets Ronaldo Messi: প্রীতি ম্যাচের আগে রোনাল্ডো মেসির সঙ্গে এক ফ্রেমে বিগ বি - ম্যাচের আগে রোনাল্ডো মেসির সঙ্গে এক ফ্রেমে বিগ বি

পিএসজি এবং সৌদি অল-স্টার একাদশ-এর প্রীতি ম্যাচের আগে রোনাল্ডো মেসিদের শুভেচ্ছা বিগ বির ৷ ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়(Amitabh Bachchan Greets Ronaldo Messi ) ৷

Etv Bharat
পিএসজি এবং সৌদি অল-স্টার একাদশ-এর প্রীতি ম্যাচের আগে রোনাল্ডো মেসিদের শুভেচ্ছা বিগ বির

By

Published : Jan 20, 2023, 1:11 PM IST

মুম্বই, 20 জানুয়ারি:রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজি এবং সৌদি অল-স্টার একাদশ-এর প্রীতি ম্যাচে ফের একবার মুখোমুখি হয়েছিলেন দুই চির প্রতিদ্বন্দ্বী লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 19 জানুয়ারির এই ম্যাচে দুই সুপারস্টারকে একে অপরের বিপক্ষে দেখার জন্য় মুখিয়ে ছিলেন সকলেই ৷ আর এখানেই ছিল আরও একটি চমক ৷ ভারতীয় সিনেমার কিংবদন্তি সুপারস্টার অমিতাভ বচ্চনও এদিন উপস্থিত ছিলেন মাঠে ৷ ম্যাচ শুরু আগে মাঠে নেমে এদিন শুভেচ্ছা জানান দুই দলের দলের তারকাদেরই (Amitabh Bachchan Greets Ronaldo Messi )৷ ম্য়াচ অফিসিয়াল এবং বল বয়দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বলিউডের শাহনশাকে ৷

খেলার প্রতি তাঁর অনুরাগ চিরদিনের ৷ ক্রিকেট হোক বা ফুটবল সবসময় খেলা উপভোগ করেন অমিতাভ । খেলোয়াড়দের উৎসাহও দেন ৷ এর আগেও বহুবার ভারতীয় দলের জয়ের পর সেলিব্রেশনে মেতে উঠেছেন পর্দার শাহেনশাহ ৷ আর এখন সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁর খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের দৃশ্য ৷ ক্রীড়াপ্রেমী এবং সিনে প্রেমী সকলেই মেতে উঠেছেন বিগ বির এই নতুন ক্লিপিংগুলি নিয়ে ৷

দুই দলের ম্যাচও কিন্তু জমে উঠেছিল রীতিমতো ৷ কারণ একদিকে ছিলেন নেইমার, এমব্যাপে, মেসি আর অন্য়দিকে, রোনাল্ডো ৷ প্রায় তিন বছর পর রোনাল্ডোর বিপক্ষে মাঠে নেমে মাত্র তিন মিনিটের মধ্যেই পিএসজির হয়ে গোলের খাতা খোলেন এমএল 10 ৷ সিআর7 তাঁর দলকে ম্যাচে ফেরান প্রথম অর্ধ শেষ হওয়ার আগেই ৷ 33 মিনিটের মাথায় বল জালে জড়িয়ে মেসিকে উত্তর দেন তিনি ৷ 10 মিনিটও কাটেনি ফের মারকুইনহোসের গোলে এগিয়ে যায় পিএসজি ৷ গোলের ঋণ অবশ্য় প্রথমার্ধেই শোধ হয়ে যায় ৷ রোনাল্ডোর পা থেকে একবার আসে ইকুয়ালাইজার ৷ অর্থাৎ বিরতি পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় 2-2 ৷ দ্বিতীয় অর্ধে প্রথম গোলের মুখ খোলেন ব়্যামোস ৷ ফলে ফের এগিয়ে যায় পিএসজি (Big B Meets Ronaldo Messi)৷

আরও পড়ুন:প্রতিদিন খরচ 2 কোটি, জয়সলমীরের এই হোটেলে চার হাত একে হবে সিড কিয়ারার

রোনাল্ডোরা গোল শোধ করেন ঠিকই তবে আবারও এগিয়ে যেতে বেশি সময় লাগেনি লিওদের ৷ সবমিলিয়ে গোটা ম্য়াচ জুড়ে কাল বয়েছে গোলের বন্যা ৷ এক ঘণ্টার লড়াইয়ের পর অবশ্য় তুলে নেওয়া হয় নেইমার, এমব্যাপে এবং রোনাল্ডো ৷ শেষ পর্যন্ত এই টানটান লড়াইয়ের ম্য়াচ পিএসজি জিতে নেয় 5-4 ফলাফলে ৷ একদিকে রোনাল্ডো এবং মেসির পা থেকে আসা গোল আর অন্য়দিকে অমিতাভের মাঠে বসে সকলের সঙ্গে ম্যাচ উপভোগ করার দৃশ্য় সত্যিই তো আর কিই বা চাই একটা দারুণ দিনের সাক্ষী থাকার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details