নয়াদিল্লি, 25 নভেম্বর:বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পক্ষে রায় দিল দিল্লি হাইকোর্ট ৷ শুক্রবার আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, বিগ বি-র সম্মতি ছাড়া তাঁর নাম, কণ্ঠস্বর ও ছবি কোথাও ব্যবহার করা যাবে না ৷ বিচারপতি নবীন চাওলা এই নির্দেশ দিয়েছেন ৷ নিজের ব্যক্তিত্বের অধিকারের সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিলেন অমিতাভ ৷ তাঁর পক্ষে আদালতে হাজির হন তাঁর আইনজীবী হরীশ সালভে (Amitabh Files Suit)৷
কী কারণে বলিউডের প্রবীণ অভিনেতা এই মামলা দায়ের করছেন, তা জানিয়েছিলেন তাঁর আইনজীবী হরীশ সালভে । "সর্বভারতীয় সিম কার্ড হোয়াটসঅ্যাপ লাকি ড্র । লাকি ড্র হোল্ডারের নাম অমিতাভ বচ্চন এবং মুকেশ আম্বানি" - বিগ বি-এর নাম ব্যবহার করা বিজ্ঞাপনগুলির একটিকে উদ্ধৃত করে আদালতকে তাঁর আইনজীবী বলেন, অক্টোবরে অভিযোগ করা হয়েছিল যে, এই ধরনের লটারির বিজ্ঞাপনগুলি 'স্ক্যাম' বা 'কেলেঙ্কারি'।
বার এবং বেঞ্চ জানিয়েছে, বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা এবং অন্যান্য ব্যবসায় তাঁর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন বলিউডের শাহেনশা ৷ মামলায় আরও বলা হয়েছিল যে, অমিতাভ বচ্চনের নাম, ছবি এবং কণ্ঠস্বর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপাররা বেআইনিভাবে ব্যবহার করছেন ৷ তাঁরা তাঁদের অবৈধ লটারি পরিচালনার জন্য বিগ বি-র জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির অংশ ব্যবহার করছেন বলে অভিযোগ ৷ অমিতাভ বলেছেন, তাঁর ব্যক্তিত্ব, নাম, কণ্ঠস্বর, চিত্র, পছন্দ এবং অন্যান্য বৈশিষ্ট্যের বাণিজ্যিক ব্যবহারের উপর তাঁর স্বতন্ত্র অধিকার রয়েছে ৷ তাঁর সম্মতি ছাড়া কেউ এগুলি ব্যবহার করতে পারে না ।