পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাড়ি থেকে বেরোলেই রাম-দর্শন, অযোধ্যায় জমি কিনলেন  'বিগ বি'

Amitabh Bachchan: 22 জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রতিষ্ঠা ৷ তার আগে অভিনেতা অমিতাভ বচ্চন জমি কিনে ফেললেন অযোধ্যায় ৷ জানেন কত কাটা জমি কিনলেন শাহেনশা?

Etv Bharat
অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 3:46 PM IST

Updated : Jan 16, 2024, 10:45 AM IST

মুম্বই, 15 জানুয়ারি:বাড়ি থেকে বেরোলেই রাম দর্শন ৷ রাম জন্মভূমি অযোধ্যায় জমি কিনলেন শাহেনশা ৷ সেখানেই বানাবেন মনের মতো বাড়ি ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ৷ তার আগে সেখানে জমি কিনলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ৷ জানা গিয়েছে বিগ বি যে প্লটটি কিনেছেন তা প্রায় 10,000 বর্গফুট জুড়ে বিস্তৃত ৷ যার বাজারমূল্য 14.50 কোটি টাকা ৷ পবিত্র তীর্থভূমিতে 'দ্য হাউস অফ অভিনন্দন লোধা মুম্বই ফিউচার প্রোগ্রামে'র তরফে বানানো হবে বাড়ি, যার নাম রাখা হয়েছে গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল ৷

জানা গিয়েছে, জমিটি যেখানে কেনা হয়েছে সেখান থেকে রাম মন্দিরের দূরত্ব মাত্র 15 মিনিটের ৷ নতুন উদ্বোধিত শ্রী রাম আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব মাত্র 30 মিনিট ৷ 51 একর জমির উপরে এইচওএবিএল বানাবে কমপ্লেক্স ৷ মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল দ্য সরযূ প্রজেক্টে জমি কিনলেন শাহেনশাহ ৷ জানা গিয়েছে, সেখানে তিনি একটি বাড়ি বানাবেন ৷

সরযূ নদীর তীরে সাততারা কমপ্লেক্স তৈরি হচ্ছে বলেই প্রজেক্টের নাম দ্য সরযূ রাখা হয়েছে ৷ একটি সূত্র থেকে জানা যায়, অযোধ্যার সঙ্গে আধ্যাত্মিক যোগ রয়েছে বিগ বির ৷ তাই তিনি সরযূতে জমি কেনার জন্য দ্য হাউস অফ অভিনন্দন লোধার সংস্থার সঙ্গে যুক্ত হন ৷ এখানকার সংস্কৃতি ও পরিবেশ বরাবরই শাহেনশার মনের কাছের ৷ অমিতাভ বচ্চন বলেন, "এক সুন্দর যাত্রা শুরু হতে চলেছে অযোধ্যার মাটিতে ৷ এখানে ঐতিহ্য ও সংস্কৃতি আমাকে মুগ্ধ করে ৷ গভীরে এর শিকড় লুকিয়ে রয়েছে যা আমাকে উদ্বুদ্ধ করে ৷" মূলত, এলাহাবাদে জন্ম ও পড়াশোনা করেছেন বিগ বি ৷ তবে তাঁর পরিবারের শিকড় জড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশের সঙ্গে ৷

রামনগরী অযোধ্যায় 22 শে জানুয়ারী আয়োজিত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে মানুষের উৎসাহ তুঙ্গে। প্রাণ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য সারাদেশের খ্যাতনামা মানুষদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। খেলাধূলার জগত থেকে রাজনীতি ছাড়াও অমিতাভ বচ্চন-সহ একাধিক ছবির জগতের তারকাদের পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র ৷ তালিকায় রয়েছেন রজনীকান্ত, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণদীপ হুডা, লিন লাইশরাম, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মাধুরী দীক্ষিত, সানি দেওল, রাজকুমার হিরানি, আয়ুষ্মান খুরানা, অজয় দেবগণ, মধুর ভান্ডাকর, সঞ্জয় লীলা বনশালি, সানি দেওল, অনুপম খের, ঋষভ শেট্টি ছাড়া আরও অনেকে ৷

Last Updated : Jan 16, 2024, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details